বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে প্রানী চিকিৎসকের অবহেলায় হাঁস খামারির ধস।
বোরহানউদ্দিনে প্রানী চিকিৎসকের অবহেলায় হাঁস খামারির ধস।
লালমোহন বিডিনিউজ , এইচ, এম, এরশাদ বোরহানউদ্দিন : বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নের ৭নং ওয়ার্ডে প্রানী চিকিৎসকের অবহেলায় হাঁস খামারির ধস। সরজমিনে গিয়ে দেখা যায়, কাচারি বাড়ির আওলাদ হোসেন ব্যাংক থেকে আর্থিক সুবধিা নিয়ে হাঁস পালনের খামার দিয়ে সাবলম্বী হওয়ার চেষ্টা করে। কিন্তু গত ১৪/১২/২০১৬ ইং থেকে হাঁসের অজানা রোগের প্রকোপে হাঁসগুলো অসুস্থ হয়ে পড়ে, এবং চিকিৎসার অভাবে ২০/১১/০১৬ইং তারেিখর মধ্যে ৮১৫ টি হাঁস মারা যায়। কান্না জরিত কন্ঠে আওলাদের স্ত্রী ফয়জুন নেছা বলেন, ইসলামী ব্যাংক ও গ্রামীন ব্যাংক থেকে লোন নিয়ে হাঁসের খামার করা হয় কিন্তু চিকিৎসকদের গাফলিতির কারণে হাঁসগুলো মারা যায়। আমরা সরকারের কাছে এমন অসাধু চিকিৎসকদের বিচার দাবী করছি। আমাদের পরিবারটি বিশাল ক্ষতিগ্রস্থ হয়। হাঁসের খামারে গিয়ে দেখা যায় হাঁসের খামারের মালিক শোকে ¤্রয়িমান। হাঁসের দেখাশোনার দায়িত্বে থাকা খামার প্রহরী ও শোকে হতবাক। থানা ও জেলা প্রানী সম্পদ ডাক্তারদের সাথে যোগাযোগ করা হলে বোরহানউদ্দিন প্রানি চিকিৎসক ডাঃ পার্থ সারথী বলেন, ভাইরাস রোগের কোন চিকিৎস্যা নেই। ভোলা জেলা প্রানী সম্পদ কর্মকর্তা এই বিষয়ে ভালো বলতে পারবেন। জেলা প্রানী স¤পদ কর্মকর্তা চিকিৎসা না দেওয়ার ব্যাপারে প্রশ্ন করলে প্রদিপ কুমার কর্মকার বলেন, এই ঘটনা সত্য নয়। আমি ফোনে পরামর্শ দিয়েছি। ইতোমধ্যে দুটো মৃত হাঁস বরিশালে “এফ ডি আই এল” পাঠিয়েছি। ঢাকা থেকে দুই হাজার মাত্রার ফাঊল কলেরা ভ্যাকসিক এনে তাকে অর্ধেকেরও বেশী দিয়েছি। ভ্যাকসিন দেওয়া হলেও হাঁস মারা গেল কি কারণে এমন প্রশ্নে তিনি বলেন, কিভাবে হাঁস গুলো মারা গেছে? জানতে চাইলে তিনি বলেন, মৃত দুটি হাঁস পরিক্ষার জন্য বরিশালে পাঠানো হয়েছে। পরিক্ষার পর জানা যাবে কি রোগে হাঁসগুলো মারা গেছে।