শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত
লালমোহনে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত
লালমোহন বিডিনিউজ,মিজানুর রহমান লিপু : লালমোহনে যথাযোগ্য মর্যাদায় ৪৫ তম জাতীয় বিজয় দিবস উদযাপিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ছয় টায় লালমোহন ও তজুমদ্দিনের জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ নুরুন্নবী চৌধুরী শাওনের নেতৃত্বে থানার মোরে অবস্থিত মুক্তিযোদ্বাদের স্মৃতি ফলকে পুস্পমালা অর্পন করে। পরবর্তিতে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, বাংলাদেশ আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠন পুস্পমাল্য অর্পন করেন। সকাল সাড়ে নয় টায় লালমোহন মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজয় দিবসের এক বন্যাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজ অনুষ্ঠানে সালাম গ্রহন করেন, স্থানীয় এমপি নুরুন্নবী চৌধুরী শাওন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, নির্বাহী অফিসার সামছুল আরিফ, ভাইচ চেয়ারম্যান ফকরুল আলম হাওলাদার, মহিলা ভাইচ চেয়ারম্যান মাসুমা খানম। সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লালমোহন উপজেলা নির্বাহী অফিসার সামছুল আরিফের সভাপতিত্বে যুদ্ধাহত মুক্তিযোদ্বাদের সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও বিকেল ৩ টায় লালমোহন মডেল ,মাধ্যমিক বিদ্যালয় মাঠে রাজনৈতিক ব্যাক্তিবর্গ বনাম উপজেলা প্রশাসনের মধ্যে এক প্রীতি ফুটবল টুর্নমেন্ট অনুষ্ঠিত হয়। খেলায় এমপি শাওনের নেতৃত্বে রাজনৈতিক ব্যাক্তিবর্গের দল ২-১ গোলে উপজেলা প্রশাসন দলকে পরাজিত করে। সন্ধায় লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক সাংকৃতিক অনুষ্ঠান পরিচালিত হবে।