মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে গ্রামীণফোন দুরন্ত মেগা ক্যাম্পাইন পুরস্কার
লালমোহনে গ্রামীণফোন দুরন্ত মেগা ক্যাম্পাইন পুরস্কার
লালমোহন বিডিনিউজ,অপু হাসান, লালমোহন : ১৩ ডিসেম্বর: লালমোহন গ্রামীণফোন বিক্রেতাদের ‘মেগা ক্যাম্পাইন দূরন্ত’ ৩য় পর্বের পুরস্কার বিতরন উৎসব অনুষ্ঠিত হয়েছে। গ্রামীণফোন লালমোহন সুমন এন্ড ব্রাদার্সের আয়োজনে শহরের সদর রোড লালমোহন থানার সামনের হাজ¦ী আয়শা প্লাজার দ্বীতিয় তলায় জাকজমকপূর্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই পুরস্কার প্রদান পরা হয়।
এসময় উপস্থিত ছিলেন ভোলা সিনিয়র টেরিটরি ম্যানেজার সমরেশ রায়, টেরিটরি ম্যানেজার সাইফুল করিম, লালমোহন ও তজুমুদ্দিনের গ্রামীণফোনের টেরিটরি অফিসার হাসিবুর রহমান। আরো উপস্থিত ছিলেন সুমন এন্ড ব্রাদার্সের কর্মকর্তা অপু হাসান, সানোয়ার হোসেন, রিয়াজ হোসেন, জাহাঙ্গির আলম, রাশেদ ও হুমাউন কবীর । উক্ত অনুষ্ঠানের বিজয়দের হাতে বিভিন্ন ধরনের পুরষ্কার তুলে দেওয়া হয়। উল্লেখ্য, গ্রামীইফোনের এই ক্যাম্পেইনের আওতায় লালমোহন ও তজুমুদ্দিন।