রবিবার, ১১ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » আলহাজ্জ নুরুন্নবী চৌধুরি আইসিটি ট্রেনিং প্রোগ্রামে রোটারী ক্লাব অফ স্কাইলাইন ঢাকা এর ছয়টি কম্পিউটার প্রদান
আলহাজ্জ নুরুন্নবী চৌধুরি আইসিটি ট্রেনিং প্রোগ্রামে রোটারী ক্লাব অফ স্কাইলাইন ঢাকা এর ছয়টি কম্পিউটার প্রদান
লালমোহন বিডিনিউজ ,রিপন শান, লালমোহন :১০ই ডিসেম্বর ২০১৬ শনিবার বনানির ১১ নম্বর রোডের একটি রেস্তোরায় রোটারী ক্লাব অফ স্কাইলাইন ঢাকা এর উদ্যোগে ”BE DIGITAL - STAY DIGITAL” এই প্রোজেক্টের মাধ্যমে কম্পিউটার হস্তান্তর অনুষ্ঠিত হয়। ভোলা জেলার লালমোহন উপজেলায় অবস্থিত ”আলহাজ্জ নুরুন্নবী চৌধুরি আই সি টি ট্রেনিং প্রোগ্রাম” এ রোটারী ক্লাব অফ স্কাইলাইন ঢাকা ছয়টি কম্পিউটার প্রদান করে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কম্পিউটার গ্রহন করেন ভোলা-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্জ নুরুন্নবী চৌধুরি শাওন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারী ডিস্ট্রিক্ট- ৩২৮১ এর পিডিজি সাফিনা রহমান। সভায় প্রধান অতিথি আলহাজ্জ নুরুন্নবী চৌধুরি শাওন এমপি রোটারী ক্লাব অফ স্কাইলাইন ঢাকা এর এই মহৎ উদ্যোগের জন্য ক্লাবের সকল সদস্যকে ধন্যবাদ জ্ঞাপন করেন। রোটারী ক্লাব অফ স্কাইলাইন ঢাকা এর সেক্রেটারি রোটারীয়ান জনাব সপ্তম বিশ্বাসের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন এসিস্টেন্ট গভর্নর ডক্টর ফিরোজা বেগম, চার্টার্ড প্রেসিডেন্ট শেখ তালিবুর রহমান, ক্লাবের সভাপতি রোটারীয়ান ইঞ্জি: আসাদুজ্জামান লিপটন, রোটারীয়ান ডি. জেড. এম. মিজানুর রহমান তুহিন, রোটারীয়ান তৌহিদ হোসেন রনি, রোটারীয়ান ইঞ্জি: হুমায়ুন কবির, রোটারীয়ান ইঞ্জি: নওশাদউল হক, এবং রোটারীয়ান মো: রফিকুল ইসলাম শাহজাদা । উক্ত অনুষ্ঠানটির প্রোগ্রাম চেয়ার হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারীয়ান ইঞ্জি: আমিনুল ইসলাম।