বুধবার, ৭ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » মেঘনায় লঞ্চের ধাক্কার কবলে ট্রলার, নদী থেকে ৪ জেলে উদ্ধার
মেঘনায় লঞ্চের ধাক্কার কবলে ট্রলার, নদী থেকে ৪ জেলে উদ্ধার
লালমোহন বিডিনিউজ ,সীমান্ত হেলাল, মনপুরা : ভোলার মনপুরার মেঘনায় হাতিয়াগামী ঢাকার যাত্রীবাহি লঞ্চ ফারহান-৩ এর ধাক্কায় সাত্তার মাঝির জেলে ট্রলারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ট্রলারটি দুমড়ে মুচড়ে যায়। এসময় নদীতে পড়ে যাওয়া ৪ জেলেকে আহত অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
বুধবার ভোর ৬ টায় বাসনভাঙ্গা চর সংলগ্ন মেঘনায় এই দূর্ঘটনা ঘটে।
আহত জেলেরা হলেন, আবদুস সাত্তার মাঝি,আবদুল আলী, নজরুল ইসলাম, শফিক। এদের সবার বাড়ি তজুমুদ্দিন উপজেলায়।
আহত সাত্তার মাঝি ও লঞ্চের যাত্রীরা জানান, ভোরে বাসনভাঙ্গা সংলগ্ন মেঘনায় হাতিয়াগামী ঢাকার যাত্রীবাহি ফারহান-৩ লঞ্চ মাছ ধরা অবস্থায় জেলে ট্রলারে উপর দিয়ে চালিয়ে দেয়। তখন জেলে ট্রলারে থাকা ৪ জেলে নদীতে পড়ে যায়। জেলেদের উদ্ধার না করে লঞ্চটি কিছুদূর চলে গেলে লঞ্চের যাত্রীরা হৈ চৈ শুরু করলে লঞ্চটি ঘুরে মেঘনা থেকে জেলেদের উদ্ধার করে মনপুরার রামনেওয়াজ ঘাটে রেখে যায়।
এব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ শাহীন খান জানান, ঘটনাটি আপনার কাছে শুনেছি। খোঁজ খবর নিয়ে আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।