মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » চরফ্যাশন | শিরোনাম | সর্বশেষ » হাতুরে ডেন্টাল শাজাহানেরর অপচিকিৎসা চলছেই,প্রশাসনকে ম্যানেজ করে ভোলায় চলছে অবৈধ মদিনা ডেন্টাল কেয়ার
হাতুরে ডেন্টাল শাজাহানেরর অপচিকিৎসা চলছেই,প্রশাসনকে ম্যানেজ করে ভোলায় চলছে অবৈধ মদিনা ডেন্টাল কেয়ার
লালমোহন বিডিনিউজ ,ভোলা প্রতিনিধি :ভোলার চরফ্যাসনে প্রশাসনকে ম্যানেজ করেই চলছে অবৈধ মদিনা ডেন্টাল কেয়ার। উপজেলা সদরের প্রানকেন্দ্র চরফ্যাসন হাসপাতাল রোডে অবস্থিত এ অবৈধ মদিনা ডেন্টাল কেয়ার। এই মদিনা ডেন্টাল কেয়ারের নেই কোনো লাইসেন্সধারি বা রেজিস্ট্রার্ড ডাক্তার ও টেকনিশিয়ান। নেই কোন বৈধ কাগজপত্র। গ্রাম্য হাতুড়ে ডাক্তার দিয়ে চলছে এ প্রতিষ্ঠান। এতে করে রোগিরা হয়রানির শিকার এবং চরম ভোগান্তিতে পড়ছেন।
প্রশাসন এসব দেখেও না দেখার ভান করছে। স্থানীয় সূত্রেগুলো জানায়, উপজেলা প্রশাসনকে ম্যানেজ করেই চলছে এ অবৈধ মদিনা ডেন্টায় কেয়ার। অবৈধ মদিনা ডেন্টাল কেয়ারের মালিক শাজাহান নামে মাত্র একজন হাতুরে ডেন্টাল। তিনি প্রায় কয়েক বছর যাবত লাইসেন্সবিহীন এ অবৈধ মদিনা ডেন্টাল কেয়ার পরিচালনা করে সাধারন রোগীদের সাথে প্রতারনা করছেন। বছর দুই আগে নিবার্হী ম্যাজিস্ট্রেট মদিনা ডেন্টাল কেয়ার সিলগালা করে মালিক হাতুরে ডেন্টাল শাজাহানের ৫০হাজার টাকা জরিমানা করে। এরপরও থেমে নেই তার অপচিকিৎসা।
এই হাতুরে ডেন্টাল শাজাহান চরফ্যাসনের গ্রাম্য সহজ সরল কৃষক, দিনমজুর, খেটে খাওয়া মানুষকে ধোঁকা দিয়ে ডাক্তার নামে বিভিন্ন ভুয়া ডিগ্রী লাগিয়ে সাইনবোর্ড, ব্যানার ও ভিজিটিং কার্ড ছাপিয়ে ডেন্টাল সার্জন সেজে দাঁতের চিকিৎসার নামে ব্যবস্থাপত্র দিয়ে যাচ্ছেন। এর প্রতিষ্ঠানের চিকিৎসকদের কোনো লাইসেন্স নেই। এমনকি কোনো আবেদনও করেননি লাইসেন্সের জন্য। চিকিৎসক হিসেবে কোন রকম পাশ করে কোনো ডাক্তারের সঙ্গে কাজ করেছে মর্মে এখানে এসে ডাক্তার সেজে কাজ করছেন।
বিডিএস পাশ করা ছাড়া কোনো লোক ডেন্টাল সার্জন লিখতে পারবে না। অথচ তিনি প্রতিষ্ঠানের মালিক ডেন্টাল সার্জন দাবি করে চিকিৎসাপত্র ও চিকিৎসা দিয়ে যাচ্ছেন। যোগ্যতা ছাড়াই সে বছরের পর বছর অপচিকিৎসা দিয়ে আসছেন। এসব ভুয়া চিকিৎসক রোগির দাঁতের স্ক্যানিং, দাঁতের ফিলিং,দাঁত তোলা, দাঁত বসানোসহ দাঁতের নানা রোগের চিকিৎসার নামে হয়রানি করে টাকা কামিয়ে নিচ্ছেন। এসব জায়গায় এসে রোগিরা না জেনে চিকিৎসা নিয়ে বিপদে পড়েন।
পরে অভিজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হয় তাদের। জানাগেছে, এদের প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামও নেই। এ সকল ভুয়া চিকিৎসক ডাক্তারের সঙ্গে ২ মাস হেলপারের কাজ করে এখন ব্যবসা প্রতিষ্ঠান দিয়েছে বলে স্থানীয় লোকজন জানান।
ভোলা জেলা সির্ভিল সার্জন ডাঃ রথিন্দ্রনাথ দত্ত জানান, জেলার বিভিন্ন উপজেলায় অবৈধ ভাবে গড়ে ওঠা ডেন্টাল কেয়ারের ও নন ডিগ্রিধারী ডেন্টাল ডাক্তারদের তালিকা তৈরী করে জেলা প্রশাসক মহোদয়ের সহযোগিতায় নিয়ে নিবার্হী ম্যাজিস্ট্রেট দিয়ে মোবাইল কোর্ডের মাধ্যমে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।