বুধবার, ৩০ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » মনপুরা | শিরোনাম | সর্বশেষ » মনপুরায় সরকারী ৮ দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের বেতন-ভাতা বন্ধ ॥ হিসাব রক্ষন অফিসের শর্তারোপ
মনপুরায় সরকারী ৮ দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের বেতন-ভাতা বন্ধ ॥ হিসাব রক্ষন অফিসের শর্তারোপ
লালমোহন বিডিনিউজ ,সীমান্ত হেলাল, মনপুরা :ভোলার মনপুরায় সরকারী ৮ দপ্তরের কর্মকর্তা/কর্মচারীদের মাসিক বেতন-ভাতা বন্ধের নির্দেশ দিয়েছে বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক। গত ২৪ নভেম্বর বৃহস্পতিবার মনপুরা উপজেলার সকল সরকারী দপ্তর পরিদর্শন করেন বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক মোঃ রেফায়েত উল্লাহ। পরিদর্শনকালীন সময়ে উপজেলার বিভিন্ন কার্যালয় তালাবদ্ধ থাকায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা/কর্মচারী অনুপস্থিত থাকায় এসব দপ্তরের বেতন-ভাতা বন্ধ করার নির্দেশ দিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে প্রতিবেদন প্রেরন করা হয়েছে। যার স্মারক নং- ডিসিএ/বরি/পরি/নথি-৭৪ (খন্ড-১)/৬০৯।
যেসব সরকারী দপ্তরের বেতন-ভাতা বন্ধ করা হয়েছে তা হলো, উপজেলা যুব উন্নয়ন অফিস, উপজেলা পরিসংখ্যান অফিস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও একাডেমিক সুপার ভাইজার, উপজেলা কৃষি অফিসার, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়, উপজেলা সমাজসেবা অফিস, উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় এর ২ জন কর্মচারী, উপজেলা সমবায় অফিসার।
তবে প্রতিবেদনে উল্লেখিত দপ্তর সমূহের প্রধান এবং অনুপস্থিত কর্মকর্তা/কর্মচারীদের বেতন-ভাতা উত্তোলনের জন্য বেশ কিছু শর্তারোপ করা হয়েছে। শর্তগুলো হলো, সরকারী কর্মদিবসে প্রতিদিন সময়মতো অফিসে থাকেন এই মর্মে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার এর প্রত্যয়ন বেতন বিলের সাথে দাখিল করতে হবে, নভেম্বর ২০১৬ সালের বেতন ভাতা গ্রহনের স্ব-স্ব দপ্তর প্রধানদের মন্ত্রনালয়ের প্রিন্সিপাল একাউন্টিং অফিসারের অনুমোদন লাগবে, অন্যান্য সকল দপ্তরের বেতন-ভাতা গ্রহন করতে স্ব-স্ব দপ্তর প্রধানকে এই মর্মে প্রত্যয়ন করতে হবে যে, তার অধীনস্ত সকল কর্মকর্তা/কর্মচারী প্রতিদিন সময়মতো উপস্থিত থাকবে, এ কার্যালয় কর্তৃক যে কোন সময় পরিদর্শনে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা কর্মচারীকে অনুপস্থিত পেলে তাদের বেতন ভাতা প্রদানে অপারগতা প্রকাশ করা হবে।