বুধবার, ৩০ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » তজুমদ্দিন | শিরোনাম | সর্বশেষ » তজুমদ্দিনে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ আহত-৬
তজুমদ্দিনে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ আহত-৬
লালমোহন বিডিনিউজ ,তজুমদ্দিন প্রতিনিধি : তজুমদ্দিন টু কুঞ্জেরহাট সড়কের মোল্লা পুকুর এলাকায় বুধবার বেলা ১২টার দিকে মোটরসাইকেল ও অটোরিক্সার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নারী ও শিশুসহ ৬জন আহত হলে তাদেরকে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, শাহেআলম মডেল কলেজের অফিস সহকারী মোঃ ইমরান(২৪), মোঃ বাবুল (২৬), রিক্সা যাত্রী সালেম(৪০),জান্নাত বেগম(২৮) ৪ মাসের শিশু মারিয়া, ড্রাইভার খোকন(৩৫)। আহত সকলের বাড়ী তজুমদ্দিন উপজেলায়।