শুক্রবার, ২৫ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » গণমানুষের কথা বলতে বলতে ব্র্যাক ব-দ্বীপ গণনাটক দলের নতুন সকালের ৩৬ তম মঞ্চায়ন
গণমানুষের কথা বলতে বলতে ব্র্যাক ব-দ্বীপ গণনাটক দলের নতুন সকালের ৩৬ তম মঞ্চায়ন
লালমোহন বিডিনিউজ,রিপন শান, লালমোহন : “বন্ধ কর নারী নির্যাতন, নারীর প্রতি হওরে সচেতন-দেশের জনগন”। মহামানবিক এই আবেদন নিয়ে নারী নির্যাতন, যৌতুক প্রথা, বাল্য বিবাহ, বহু বিবাহ, ইভটিজিং, আত্মহত্যা, মাদক সন্ত্রাস ইত্যাদি সামাজিক ব্যাধির বিরুদ্ধে দেশব্যাপি জনসচেতনতামূলক কর্মসূচীর অংশ হিসাবে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসুচীর আওতায় সুসংগঠিত নাট্যদল ব-দ্বীপ গণ নাটক দলের পরিবেশনায় লালমোহন পৌরসভা ও লালমোহন উপজেলার প্রত্যন্ত অঞ্চলের বড় বড় বাড়ির উঠোনগুলোতে ইন্টারএক্টিভ পপুলার থিয়েটার পদ্ধতিতে নির্মিত নতুন সকাল নাটকের এ পর্যন্ত ৩৬টি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ নভেম্বর বুধবার সন্ধ্যায় লালমোহনের সবচেয়ে বড় ইউনিয়ন ধলীগৌরনগরের ঐতিহ্যবাহি চতলা গ্রামে মহান মুক্তিযোদ্ধা ও বীরশহীদের অমর স্মৃতি বিজরিত বাড়ি সালাউদ্দিন মাষ্টার বাড়িতে মঞ্চায়িত হয়েছে নতুন সকাল গণ নাটকটির ৩৬ তম শো। হাজারো নারী পুরুষের অংশগ্রহনে অনুষ্ঠিত নাট্য প্রদর্শনীতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি মোঃ শামসুল আরিফ। মন্ত্রমুগ্ধের মতো প্রায় দুই ঘন্টা এক টানা উপস্থিত থেকে তিনি উপভোগ করেন গণনাটক নতুন সকাল। নাটকটির প্রধান চরিত্র ‘মাষ্টার’ চরিত্রে ধারাবাহিকভাবে ৩৬টি শোতে অভিনয় করে নতুন রেকর্ড করেছেন নুরুন্নবী চৌধুরী মহাবিদ্যালয়ের বাংলা প্রভাষক, বাংলাদেশ শিল্পকলা একাডেমির তালিকাভুক্ত উচ্চতর গ্রেডের উপস্থাপক, লালমোহন উপজেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি কবি রিপন শান। রাজধানী ঢাকা সহ সারাদেশে কবি রিপন শানের মঞ্চানুষ্ঠান উপস্থাপনা ও সঞ্চলনার রেকর্ড রয়েছে পাঁচ শতাধিক। বাংলাদেশ রোদসী কৃষ্টিসংসারের চেয়ারম্যান, লালমোহন মিডিয়া ক্লাবের সভাপতি কবি রিপন শান নদীর বুকে জীবন জ্বলে (কাব্যগ্রন্থ), ফিনিক্স পাখির উড়াল (গল্পগ্রন্থ), শিল্পের আলাপ (প্রকাশিতব্য), রতœ খচিত কুয়াশা (প্রকাশিতব্য) গ্রন্থের লেখক। অভিনয়, আবৃত্তি, গান, সাংবাদিকতা, শিল্প সংস্কৃতির বহুমূখী কর্মকান্ডের সমাজকর্মী মুক্তিযোদ্ধার সন্তান রিপন শান মহান মুক্তিযুদ্ধের সার্বজনীন মূল্যবোধ, নীতিকথা, লোককথা, প্রবাদ প্রবচন, রঙ্গ-কৌতুক নানামূখি অভিনয় শৈলির মিশেলে গণমানুষের নাটক নতুন সকালকে কেন্দ্রীয় চরিত্রে রূপদান করেছেন বহুতর ব্যঞ্জনা। এই নাটকের বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন এন এম বাহারুল ইসলাম বাবলু, আসলাম মিয়া, মোঃ নুরুন্নবী, কামরুল কামাল, আলী সুজন, শ্যামল চন্দ্র দাস, আবুল কালাম কালু, নুপুর, জুমুর, নাজমা, শাবনুর। ইতিপূর্বে একই নাটকের বিভিন্ন শোতে অভিনয় করেছেন সাংবাদিক মোঃ জসিম জনি, ইয়াসিন সিরাজি মোল্লা, আল মামুন প্রমূখ। বিভিন্ন সময়ের নতুন সকাল নাটকের প্রদর্শনীতে মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ব্র্যাক পপুলার থিয়েটার এক্সপার্ট আশিষ মৃধা, চিন্ময় হাওলাদার, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর জেলা সমন্বয়কারি মো: সেলিম প্রমুখ। গণনাটকের প্রদর্শনীগুলো নিয়মিত সমন্বয় ও ব্যবস্থাপনা করে যাচ্ছেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্ম সূচীর উপজেলা সংগঠক মো: বাবুল কাজি। গত ২৩ নভেম্বর সন্ধ্যায়, উপমহাদেশের বিশিষ্ট আলেম মুনসি আবদুর রহমান, ভাষাসংগ্রামী মৌলানা মনসুর আহমাদ গোল্ডমেডেলিস্ট, বীরমুক্তিযোদ্ধা শিক্ষাবিদ সালাউদ্দিন আহমাদ মিয়া, একাত্তরের বীরশহিদ ল্যান্সনায়েক জামাল উদ্দিন আহমাদ এবং নদীমাতৃক কবি রিপন শানের জন্মস্মৃতির উঠোনে ব-দ্বীপ গণনাটক দলের নাট্যকর্মীদের অনাবিল পরিবেশনা বিমোহিত করে দক্ষিন ধলিগৌরনগরের আবাল-বৃদ্ধ-বনিতাকে। প্রধান অতিথির বক্তব্যে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুল আরিফ বলেন শোষণমুক্ত, নির্যাতনমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে আমাদের নারী সমাজকে সকল প্রকার সামাজিক ব্যাধির হাত থেকে রক্ষা করতে হবে। দেশের সংস্কৃতিকর্মীরাই এক্ষেত্রে গণমানুষের সচেতনতা সৃষ্টিতে সবচেয়ে বেশী ভূমিকা রাখতে পারে। নতুন সকাল নাটকের বহুমুখী বক্তব্য, নৈতিক মূল্যবোধ জাগরণের প্রয়াস এবং লালমোহনের নাট্যকর্মীদের সাবলীল পরিবেশনা আমাকে ব্যাপকভাবে মুগ্ধ করেছে। আমি সব সময় তাদের পাশে থাকতে চাই। আসুন নারী পুরুষ বিবেধ ভূলে আমরা বাল্যবিবাহ, বহুবিবাহ, ইভটিজিং, যৌতুক প্রথা, মদ-গাজা-ইয়াবা-সন্ত্রাস সহ সকল অপকর্মের বিরুদ্ধে সোচ্চার হই।