শুক্রবার, ১১ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » চরফ্যাশন | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাসনে মুন লাইট প্রি-ক্যাডেট স্কুলের ৫শ্রেীনির সমাপনি পরিক্ষার্থীদের বিদায় সভা অনুষ্ঠিত
চরফ্যাসনে মুন লাইট প্রি-ক্যাডেট স্কুলের ৫শ্রেীনির সমাপনি পরিক্ষার্থীদের বিদায় সভা অনুষ্ঠিত
লালমোহন বিডিনিউজ ,কামরুজ্জামান শাহীন,চরফ্যাসন :ভোলার চরফ্যাশনের উপজেলার শশীভূষণ থানাা সদরে অবস্থিত শিশুদের জন্য একমাত্র বিদ্যাপিঠ মুন লাইট প্রি-ক্যাডেট স্কুলের ২০১৬ সালের ৫শ্রেীনির সমাপনি পরিক্ষার্থীদের বিদায়,মিলাদ-মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১নভেম্বর) সকাল সাড়ে ৮টায় মুন লাইট প্রি-ক্যাডেট স্কুলের মিলনায়তন শশীভূষণ মাধ্যমিক বিদ্যালয়ে হল রুমে অনুষ্ঠিত হয়।
মুন লাইট প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ প্রভাষক বেল্লাল হোসেনের সভাপতিত্বে আলোচলা সভায় বক্তৃতা করেন, এওয়াপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোঃ শাহাজান মুন্সি, শশীভূষণ বেগম রহিমা ইসলাম কলেজের অধ্যক্ষ প্রভাষক মোঃ জাহাগীর আলম, রসুলপুর ইউনিয়ন বিএনপি’র যুগ্ন সম্পাদক রসুলপুর কলেজের প্রভাষক মোঃ আলগীর হোসেন, শশীভূষণ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ মোশারেফ হোসেন।
মানপত্র পাঠ করেন বিদায়ী ছাত্রী মারিয়া বেল্লাল মৌন,বক্তৃতা করেন শাহরিয়ার ইসলাম রিষাদ,জান্নাতুল মারিয়া তিষা, নুসরাত জাহান নদীয়া,আনোয়ারুল হাক নাহিদ।
এসময় আরো উপস্থিত ছিলেন, মোঃ কামাল হোসেন যুগ্ন সম্পাদক বাংলাদেশ আ’লীগ রসুলপুর ইউনিয়, প্রভাষক কামরুল হাসান শিশির সাংগঠনিক সম্পাদক বিএনপি রসুলপুর ইউনিয়ন, প্রভাষক মোঃ ইকবাল হোসেন খোকন, সাংবাদিক কামরুজ্জামান শাহীন,পল্লী চিকিৎসক ডাঃ আঃ সাত্তার। ছাত্র-ছাত্রীদের অভিভাবক, সুধী বৃন্দ ও মুন লাইট প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষক মাওঃ মোঃ হাফেজ আহম্মেদ,মোঃ বাসেদ. মোঃ রিয়াজ উদ্দিন, মোঃ শাহেআলম, মো.সিরাজ, মো.শাহাজান।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, মুন লাইট প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মোঃ বেল্লাল হোসেন, দোয়া-মুনাজাত পরিচালনা করেন মুন লাইট প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষক মাওঃ মোঃ হাফেজ