মঙ্গলবার, ৮ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে ঘুমান্ত অবস্থায় মাদ্রাসার কেলার্ককে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা
লালমোহনে ঘুমান্ত অবস্থায় মাদ্রাসার কেলার্ককে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা
লালমোহন বিডিনিউজ ,ভোলা প্রতিনিধি: ভোলার লালমোহনে রাতে আধাঁরে ঘরে ডুকে ঘুমান্ত অবস্থায় এক মাদ্রাসার কেলার্ককে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। রোববার ভোররাতে উপজেলার চরভূতা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মিয়া বাড়িতে এ ঘটনা ঘটে। আহত মাওঃ আজিজুল ইসলাম (৬৫) একাই এলাকার মৃত সেরাজুল হকের ছেলে ও চরভূতা বাংলাবাজার দাখিল মাদ্রসার কেলার্ক পদে কর্মরর্ত রয়েছেন ।
জানা গেছে, রোববার ভোর রাতে তার বসত ঘরে দরজা খুলে ডুকে ঘুমান্ত অবস্থায় দারালো অস্ত্র দিয়ে তার মাথায় এলোপাথাড়িভাবে কুপিয়ে গুরুত্বর জখম করেন। এসময় তাদের ডাক চিৎকারে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থনীয়রা মুর্মূষ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে লালমোহন সদর হাসপাতাল আনা হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজন বলে জানান তার ছেলে ছানাউল্যাহ।