মঙ্গলবার, ৮ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » চরফ্যাশন | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাসনে যাত্রীবাহি টাটার চাপায় প্রথম শ্রেীণির ছাত্র নিহত
চরফ্যাসনে যাত্রীবাহি টাটার চাপায় প্রথম শ্রেীণির ছাত্র নিহত
লালমোহন বিডিনিউজ ,কামরুজ্জামান শাহীন,চরফ্যাসন : ভোলার চরফ্যাসনে যাত্রীবাহি টাটার চাপায় জোবায়ের(৭)নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার(৮নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
নিহত শিশু জোবায়ের চরমাদ্রাজ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চর নাজিমুদ্দিন গ্রামের ফয়জুল্লাহ ছেলে। সে চরনাজিম উদ্দিন দক্ষিণ-পশ্চিম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেীণির ছাত্র।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত শিশু জোবায়ের স্কুল থেকে বাড়ি আসার সময় চরফ্যাসন-চেয়ারম্যান হাট সড়কের রাড়ির দোকান এলাকায় সড়কের উপর চেয়ারম্যান হাট থেকে আসা যাত্রীবাহি টাটায় চাপা দেয়।
স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার গৌতম শাহ তাকে মৃত্যু ঘোষনা করেন। ঘাতক টাটাটিকে স্থানীয়রা আটক করেলেও,ড্রাইবার কে আটক করা যায়নি।
চরফ্যাসন হাসপাতালের কর্তব্যরত ডাক্তার গৌতম শাহ বলেন, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার পূবেই তার মৃত্যু হয়। চরফ্যাসন থানার অফিসার ইনচার্জ(ওসি) মু.এনামুল হক এ দূর্ঘটনার সতত্য নিশ্চিত করেন।