সোমবার, ৭ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় স্কুল ছাত্রী নাভিলা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
ভোলায় স্কুল ছাত্রী নাভিলা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
লালমোহন বিডিনিউজ ,ভোলা প্রতিনিধি : ভোলার সদর উপজেলার ভেদুরিয়ায় স্কুল ছাত্রী আকলিমা আক্তার নাভিলা হত্যার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে সহপাঠী এবং স্থানীয়রা। গতকাল সোমবার দুপুরে স্থানীয় উত্তর চরভেদুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধন কর্মসূচীতে নিহত স্কুল ছাত্রীর পরিবারের সদস্য, সহপাঠী, শিক্ষক এবং এলাকার সর্বস্তরের মানুষ অংশ গ্রহন করেন। তারা ১০দিনের মধ্যে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান এবং দোষীদের শাস্তির দাবি করেন।পরে একটি বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী।
এ সময় নাভিলার বাবা সিরাজ উদ্দিন (সেলিম) ও মা আমেনা বলেন, যারা আমার মেয়েকে নরপশুর মত হত্যা করেছে আমরা তাদের বিচার চাই। এবং হত্যার সাথে যুক্ত সকল আসামীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
উল্লেখ্যঃ- গত বুধবার রাতে স্থানীয় ইউপি মেম্বার মোঃ রফিক ওরফে হাকিম মিজির ছেলে মাহফুজ ও তার বখাটে বন্ধুরা মিলে আকলিমা আক্তার নাভিলাকে একা ঘরে পেয়ে জোড়পূর্বক ধর্ষনের পর হত্যা করে। এবং ইউপি মেম্বার এটাকে আত্যহত্যা বলে চালানোর চেষ্টা করে। এঘটানায় নিহত নাভিলার পরিবার গত ৩ নভেম্বর ভোলা থানায় মাহফুজ, ইউপি মেম্বার রাফিক ওরফে হাকিম মিজি, শামিম ও ইউছুফকে আসামী করে একটি নারী ও শিশু নির্যাতন আইন-২০০০,ধর্ষন হত্যা সহায়তা অপরাধ মামলা দায়ের করে। এ ঘটনার ৫ দিন চলে গেলেও পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পরেনি।