শনিবার, ২২ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » চরফ্যাশন | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাসনে মা ইলিশ ধরার অপরাধে ১১দিনে ২৬ জেলের জেল-জরিমানা
চরফ্যাসনে মা ইলিশ ধরার অপরাধে ১১দিনে ২৬ জেলের জেল-জরিমানা
লালমোহন বিডিনিউজ,কামরুজ্জামান শাহীন,চরফ্যাসন :মা ইলিশের প্রধান প্রজনন মৌসূমে সরকারি নিশেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে চরফ্যাসনে গত ১০ দিনে ৭ জেলে কারাদন্ড ও ১৯ জেলের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে। এছারা জব্দ হয়েছে ২৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৪টি মাছ ধরার ছোট নৌকা। চরফ্যাসনের মেঘনা ও তেতুঁলিয়ার বিভিন্ন পয়েন্টে ১২ অক্টোবর থেকে ২২ অক্টোবর বিকাল পর্যন্ত পুলিশ,মৎস্যবিভাগ এবং কোস্টগার্ডের ৩০টি অভিযানে আটককৃতদের জেল-জরিমানা করা হয়। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। চরফ্যাসন উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ হালদার এ তথ্য নিশ্চিত করেন।
উল্লেখ্য, ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্য়ন্ত ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসূম থাকায় ইলিশ ধরা, বিক্রি, মজুদ ও পরিবহন নিষিদ্ধ করেছে মৎস্য বিভাগ। ইলিশ সংরক্ষনের লক্ষে মৎস্য বিভাগ, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কোস্টগার্ডের অভিযান চলছে।