শনিবার, ২২ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » তজুমদ্দিন | শিরোনাম | সর্বশেষ » মুন্সির হাটে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তজুমদ্দিনের কলেজ ছাত্রের মৃত্যু
মুন্সির হাটে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তজুমদ্দিনের কলেজ ছাত্রের মৃত্যু
লালমোহন বিডিনিউজ ,সাদির হোসেন রাহিম, তজুমদ্দিন: ভোলার বোরহানউদ্দিনের মুন্সিরহাট এলাকায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তজুমদ্দিনের জাহিদ(১৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে । সে তজুমদ্দিন সরকারী ডিগ্রি কলেজের একাদশ শ্রেনির ছাত্র।
জানাযায়, ২১ অক্টেবর বৃহস্প্রতিবার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের বেপারিকান্দি এলাকার মোঃ জহিরের পুত্র বোরহানউদ্দিনের মুন্সিরহাট এলাকায় টাইলসের কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আহত হয়। পরবর্তিতে তাকে তজুমদ্দিন হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক
তাকে মৃত ঘোষনা করে। শুক্রবার তার নিজ এলাকায় জানাযা শেষে তার লাশ দাফন করা হয়। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ ব্যাপারে জানতে চাইলে বোরহানউদ্দিন থানার ওসি রতন কৃষ্ণ জানান, থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। পোষ্ট মর্টেম রিপোর্ট হাতে পেলেই আমরা পরবর্তি পদক্ষেপ নিবো।