শুক্রবার, ২১ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » চরফ্যাশন | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনে জঙ্গিবাদ,সন্ত্রাস ও মাদক বিরোধী সভা
চরফ্যাশনে জঙ্গিবাদ,সন্ত্রাস ও মাদক বিরোধী সভা
লালমোহন বিডিনিউজ ,চরফ্যাসন প্রতিনিধি :চরফ্যাশনের আসলামপুর জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক, জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতরোধে কমিউনিটি পুলিশের সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২১অক্টোবর) বিকেলে আসলামপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে চরফ্যাশন থানা পুলিশের উদ্যোগে আয়োজিত ওই সভায় প্রধান অতিথি ছিলেন চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি)মু.এনামূল হক।
আসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চরফ্যাশন উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার এনামুল হক ভূইয়া, ইউপি সদস্য আবদুল হাই।
প্রধান অতিথি বক্তব্যে ওসি এনামুল হক বলেন-পুলিশ জবাবদিহিতায় বিশ্বাসী। তারা জনগনের সুখ দুখে পাশে আছে,থাকবে। তিনি জঙ্গীবাদ, সন্ত্রাস, মাদক সংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করতে উপস্থিত সকলকে প্রতি অনুরোধ জানান। পাশাপাশি তথ্যদাতার পরিচয় গোপন রাখার নিশ্চয়তা দেন। বক্তারা জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক, জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে খোলা মেলা মতবিনিময় করেন।