শুক্রবার, ২১ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » চরফ্যাশন | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনে স্বামী-স্ত্রীর অন্তরঙ্গ ছবি ইন্টারনেটে, আটক-১
চরফ্যাশনে স্বামী-স্ত্রীর অন্তরঙ্গ ছবি ইন্টারনেটে, আটক-১
লালমোহন বিডিনিউজ ,চরফ্যাশন প্রতিনিধি :ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার ঢালচর ইউনিয়নে এক দম্পতির গোপন অন্তরঙ্গ মুহুর্তের ছবি ইন্টারনেটে ছেড়ে দেওয়ার অপরাধে আলমগীর নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার(২০অক্টোবর) উপজেলার দক্ষিণ আইচা থানার ঢালচরের ৫ নং ওয়ার্ডে থেকে তাকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঢালচরের ৫ নং ওয়ার্ডের আলাউদ্দিন ও তার স্ত্রীর বিশেষ মুহুর্তের দৃশ্য একই এলাকার আলাউদ্দিন ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছেড়ে দেয়। ঘটনাটি জানা জানি হলে ঢালচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আঃ সালাম হাওলাদারকে অবহিত করা হয়। তিনি এলাকার বিভিন্ন লোকের মোবাইলে ভিডিও চিত্র দেখেছেন বলে সত্যতা স্বীকার করেছেন চেয়ারম্যান। এঘটনায় সাজেদা বেগম বাদী হয়ে দক্ষিণ আইচা থানায় পণ্যগ্রাফী নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ(ওসি) হানিফ সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঢালচর ফাঁড়ির পুলিশ ইনচার্জ পণ্যগ্রাফী নিয়ন্ত্রণ আইনে তাকে আটক করেছে। দুপুরের দিকে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।