শুক্রবার, ১৪ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » ভোলা-চরফ্যাশন মহাসড়কের বেহাল দশা লালমোহন হাসপাতালের সামনে রাস্তার খাদেঁ ট্রাক, যানবাহন চলাচল বন্ধ।
ভোলা-চরফ্যাশন মহাসড়কের বেহাল দশা লালমোহন হাসপাতালের সামনে রাস্তার খাদেঁ ট্রাক, যানবাহন চলাচল বন্ধ।
লালমোহন বিডিনিউজ ,মিজানুর রহমান লিপু: ভোলা-চরফ্যাশন মহাসড়কে বেহাল দশা, রাস্তা সংস্কারের নাম করে বার বার প্রতারনা করছে ভোলা জেলা প্রকৌশলী অফিসার, যার ভুক্তভোগী হচ্ছে পরিবহন মালিক সহ সাধারন যাত্রীরা গত চারদলীয় জোট সরকারের আমলে সাবেক মন্ত্রী মেজর হাফিজ ভোলা থেকে চরফ্যাশন পর্যন্ত সমস্ত রাস্তা পরিবহন চলাচলে অনুপযোগী থাকলেও সে শুধুমাত্র ডাওরী থেকে লালমোহন পযর্ন্ত রাস্তা নতুন ভাবে মেরামত করে। এ থেকেই বিচ্ছিন্ন হয়ে পড়ে মহাসড়কের এ অংশটুকু। বর্তমান সরকার ২০০৮ সালের নির্বাচনে জয়লাভ করার পর পরই ভোলা থেকে দক্ষিন আইচা পর্যন্ত রাস্তা নতুন ভাবে টেকসই করে নির্মান করলেও ডাওরী থেকে লালমোহন অংশটুকু বারবার বাধ পড়ে যায়। মাঝে মাঝে ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে মেরামত করতে দেখা গেলেও তারা নামে মাত্র নি¤œ মানের ইট রাস্তার ভাঙ্গা ভাঙ্গা যায়গায় দিয়ে চলে যায়। রাস্তা মেরামতের সময় মনে হয় ঠিকাদারী প্রতিষ্ঠানটি দয়া করে পাবলিকের সুবিধার্থে তার নিজ পয়সায় কাজ করছেন। এ কাজে দেখবালে নিয়োজিত সরকারী প্রকৌশলী অফিসারেরা ঠিকাদারী প্রতিষ্ঠানের নিজস্ব কর্মচারীতে পরিনত হওয়ায় এ পর্যন্ত লালমোহন অঞ্চলের সড়কের কাজগুলো করার সময় গানের সেই অংশটুকুই পাবলিকের মনেপরে, ”নদীর একুল গড়ে ঐকুল ভাঙ্গে এইত নদীর খেলা”। লালমোহন উপজেলার দেবীরচর টু লালমোহন, লালমোহন টু মঙ্গলসিকদার সহ অধিকাংশ রাস্তা মেরামতের সময় এমন দৃশ্যই লক্ষ্য করা গেছে। দেবীর চর, মুসলিম বাজার, নাজিরপুর, হরিগঞ্জ সহ বিভিন্ন অঞ্চলে ঠিকাদারী প্রতিষ্ঠান যে দিন পিঁচ ঢালাই দিয়েছে তার পরদিনই ঢালাই উঠে গেলেও তাতে তাদেও কোন প্রকার আফসোস ছিল না। গত বুহস্পতিবার লালমোহন হাসপাতাল সংলগ্ন মহাসড়কের মাঝে ট্রাক খাদে আটকিয়ে গেলেও শুক্রবার দুপুর পর্যন্ত ট্রাকটি অপসারন করা সম্ভব হয়নি এতে সকল যানবাহন চলাচল একেবারে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়ে পড়ছে। কিছু কিছু পরিবহন পাশ দিয়ে গেলেও যে কোন সময় সেইগুলোও বড় ধরনের দূর্ঘটনার সম্ভবনা রয়েছে। অতিদ্রত রাস্তার এ অংশটুকু নতুন ভাবে নির্মান না করলে যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনার আশংকা রয়েছে।
রাস্তার এ সমস্যা থেকে মুক্তি পেতে ভোলা-৩, লালমোহন ও তজুমদ্দিনের মাননীয় সাংসদ আলহাজ¦ নুরুন্নবী চৌধুরী শাওনের দ্রুত পদক্ষেপ কামনা করছেন এলাকার সর্বস্তরের জনসাধারন।