সোমবার, ১০ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » চরফ্যাশন | শিরোনাম | সর্বশেষ » রিজভী সভাপতি আলামিন সম্পাদক, শেখ হাসিনার নের্তৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে,ছাত্রলীগের সম্মেলনে উপমন্ত্রী জ্যাকব
রিজভী সভাপতি আলামিন সম্পাদক, শেখ হাসিনার নের্তৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে,ছাত্রলীগের সম্মেলনে উপমন্ত্রী জ্যাকব
লালমোহন বিডিনিউজ ,চরফ্যাসন প্রতিনিধি : পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেন, সন্ত্রাস-জঙ্গীবাদ দমন করে ব্যাপক উন্নয়ন করে জননেত্রী শেখ হাসিনার নের্তৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। ছাত্রলীগ নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, ছাত্রলীগের মূল উদ্দেশ্য হবে লেখা পড়া করা। ছাত্র নেতৃত্ব গড়তে হলে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস জঙ্গী দমনে সচেতনতা সৃষ্টি করাই হবে ছাত্রলীগের অঙ্গীকার।
শনিবার (৮ অক্টোবর) ভোলার চরফ্যাশনে ফ্যাশন স্কায়ারে বাংলাদেশ ছাত্রলীগ চরফ্যাশন উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে, চরফ্যাসন উপজেলা ছাত্রলীগের বিদায়ী সভাপতি ইউসুফ হোসেন ইমনে সভাপতিত্ব, প্রধান অতিথির বক্তৃতায় আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি এসব কথা বলেছেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ, কেন্দ্রীয় ছাত্রলীগ সহ-সভাপতি রাকিব হাসান সোহেল, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সৈয়দ আশিক, মাকসুদ রানা মিঠু, ত্রাণ সম্পাদক ইয়াজ আল রিয়াদ, শরিফুল ইসলাম শরীফ, সহ-সম্পাদক অজিউল্লাহ আরিফ, ভোলা জেলা ছাত্রলীগ সভাপতি ইব্রাহীম চৌধুরী পাপন, সম্পাদক রিয়াজুল ইসলাম।
অনুষ্ঠান পরিচালনা করেন চরফ্যাসন উপজেলা ছাত্রলীগের বিদায়ী সাধারন সম্পাদক মিজানুর রহমান মঞ্জু। বিশেষ অতিথি কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী কমিটি গঠিত হবে। অনুর্ধ ২৯বছরের মধ্যে যাদের ছাত্রত্ব রয়েছে এবং অবিবাহিত তারাই ছাত্রলীগের নের্তৃত্ব আসবে। শিক্ষা প্রতিষ্ঠানে যেন জঙ্গী সৃষ্টি না হয় সে ব্যপারে ছাত্রলীগকে যথাযথ ভূমিকা নিতে হবে।
এরপর দুপুর ১টায় পরিবেশ ও বন উপমন্ত্রী আলহাজ্ব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি শারদীয় দুর্গোৎসবে পূজা মন্ডপ পরিদর্শন পূর্বক সুধি ও হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেন, ধর্ম যার যার উৎসব সবার। বাংলাদেশ একটি অসম্প্রদায়িক রাষ্ট্র, যখন যার ধর্মের উৎসব
তখন সবাই উৎসবে দল ,মত ধর্ম নির্বিশেষে হিন্দু সম্প্রদায়ের উৎসবে সবাই সহযোগিতা করবেন। এসময় পূজা মন্ডপে আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রলীগ নের্তৃবৃন্দসহ চরফ্যাশন উপজেলা পৌর মেয়র শ্রী বাদল কৃষ্ণ দেবনাথ, পরেশ দেবনাথ, অভিমান্য দাস, শিশির মজুমদার, রনজিৎ চন্দ্র সাহা প্রমুখ।
এদিকে শনিবার ছাত্রলীগের ত্রিবার্ষিক সম্মেলনের পর সন্ধ্যায় ভোলা জেলা ছাত্রলীগ সভাপতি ও সম্পাদক আনুষ্ঠানিক ভাবে আওয়ামী লীগ কার্যালয় থেকে নবগঠিত কমিটিতে হায়াত আলী রিজভী চৌধুরী সভাপতি ও সোহাইব হোসেন আলামিন সাধারণ সম্পাদকের নাম ঘোষনা করেন।