চরফ্যাশনে আগুনে পুড়ে বসতঘর ছাই
সিরাজ মাসুদ :ভোলার চরফ্যাসনের দক্ষিণ আইচা থানার নজরুল নগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের দিন মজুর শাহজাহানের বসতঘরটি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় দের লক্ষটাকার ক্ষয়ক্ষতি হয়েছে।শনিবার দুপুর ১ টার সময় এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানাগেছে, দিন মজুর
শাহজাহানের স্ত্রী দেড় বছরের কন্যা সন্তানকে ঘরে রেখে চুলায় রান্না বসিয়ে পুকুরে গিয়ে দেখে তার ঘরের চুলা থেকে আগুন লেগে বসতঘরটি পুরে জাচ্ছে। শাহজাহানের স্ত্রীর ডাক চিৎকারে ইউনিয়ন মৎসলীগ সভাপতি ফজলুল রহামান হাওলাদার,দেলোয়ার,আলামিন, সোহাগ,বাবুল,ইসমাইল খাঁ, মোতালেফ,মফিজ,বেল্লাল সিকদারসহ এলাকাবাসি এসে আগুন নিয়ন্ত্রন করার চেষ্ঠা করেও শেষ রক্ষা হলো না দিন মজুর শাহজাহানের বসত ঘরটির।
এলাকাবাসিরা জানায় পানির সংকটের কারনে আগুন নিয়ন্ত্রণ করার সম্ভব হয়নি। তারা আরো জানায়, আমাদের এই এলাকায় কোন টিউবওয়েল না থাকার কারনে খাবার পানিসহ নানা রোগ ব্যাধিতে ভুগতেছি।এ ব্যাপারে শাহজাহান কান্না জরিতকন্ঠে বলেন, আমার মাথা গোজার কোন ঠাই নেই,আমি স্ত্রী সন্তান নিয়ে কোথায় যাব? কি পড়বো?কি খাব কিছুই জানিনা । তিনি আরো জানান.বর্তমানে আমাদের পরনের কোন কাপড়ও নেই। দরিদ্র শাহজাহানের পাশে দাড়িয়ে সরকার ও বিত্তশালীরা তাকে স্ত্রী সন্তাননিয়ে বসবাস করার আবাসস্থল করে দিবে
এমনটাই প্রত্যাশা করছেন নজরুল নগরবাসি।