বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে এমপি শাওনের বিচক্ষনতায় হারিয়ে যাচ্ছে মেজর হাফিজ বিএনপির দূর্গ আজ আওয়ামী দূর্গে পরিনত !
লালমোহনে এমপি শাওনের বিচক্ষনতায় হারিয়ে যাচ্ছে মেজর হাফিজ বিএনপির দূর্গ আজ আওয়ামী দূর্গে পরিনত !
লালমোহন বিডিনিউজ, মিজানুর রহমান লিপু লালমোহন : লালমোহনে বিএনপির বাঘা বাঘা নেতারা প্রতিনিয়ত বিএনপিকে তালাক দিয়ে আওয়ামীলীগের পতাকা তলে ভিড়ছেন। বিএনপির দূর্গ বলে পরিচিত লালমোহন এখন বিএনপি শুন্য হওয়ার পযার্য়ে। একসময়ে যারা বিএনপির সাবেক মন্ত্রী মেজর হাফিজের ডান হাত ছিলেন তারাই এখন তার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। এরই মধ্যে বিএনপির অনেক বড় বড় নেতা আওয়ামীলীগে যোগ দিয়ে উপজেলা পর্যায়ের দলীয় বড় বড় পোষ্ট দখল করে নিয়েছেন। ভোলা-৩ লালমোহন ও তজুমদ্দিনের জাতীয় সংসদ সদস্য দ্বীপবন্ধু আলহাজ¦ নুরুন্নবী চৌধুরী শাওনের উন্নয়ন, সু-মধুর ব্যাবহার,বিরোধী রাজনৈতিক নেতাদের সরকারী দলের সাথে সহ- অবস্থান ইত্যাদি দিক পর্যালোচনা করে বিএনপির নেতারা আওয়ামীলীগে যোগ দিয়েছেন বলে একাধিক যোগদানকারী প্রতিক্রিয়ায় ব্যাক্ত করেছেন। বিশেষ করে এমপি শাওন দলমত নির্বিশেষে সকলের চিকিৎসা সেবায় আর্থিক সহযোগীতা ,এমনকি মৃত ব্যক্তির লাশ ঢাকা থেকে লালমোহন পৌছার সকল ব্যাবস্থা তার নিজের অর্থায়নে করায় সর্বস্তরের লোকজন যেমন তাকে সাধুবাদ জানিয়েছেন তেমনিভাবে দুর্বল করে ফেলেছেন বিএনপির গরোয়াানার নেতা কর্মীদের। তারই পথধরে মেজর হাফিজের হাহাকারের পথ প্রতিনিয়ত দীর্ঘ হচ্ছে। লালমোহন বাজারের বিএনপির ঘাঁটি বলে পরিচিত নয়ানী গ্রাম এখন আওয়ামীগ দলীয় এমপি শাওনের দখলে। নয়নী গ্রাম থেকে উপজেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতা, আ,ন,ম শাহা জামাল দুলাল, উপজেলা যুবদলেরর সভাপতি হারুন- অর রশিদ , যুগ আহবায়ক মিজানুর রহমান হাওলাদার সহ ছাত্রদল, সেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী আওয়ামীলীগের পতাকা তলে এসেছেন। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়রাম্যান যেমন ফরাজগঞ্জ থেকে উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আবুল বশার সেলিম, কালমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির নেতা মোতাহার হোসেন মৃর্ধা, রমাগঞ্জ ইউপির সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা জাকির হোসেন,বদরপুরের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা ফজলুল হক, চরভুতা ইউপির সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা তোফাজ্জল হোসেন, লালমোহন পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর হাসেম মাষ্টার, ৮ নং ওয়ার্ড কমিশনার দয়াল, ৪ নং ওয়ার্ড কমিশনার মনিরুজ্জমান খোকন, ৫নং ওয়ার্ড কমিশনার ইমাম হোসেন হাওলাদার, মোকলেছ বকসি, মিজান পঞ্চায়েত, মফিজ মিয়া, লাভু পঞ্চায়েত ,উপজেলা ছাত্রদলের প্রভাবশালী নেতা ফরহাদ হোসেন মেহের, মাসুুম, জুবায়ের কুদ্দুস, নিরব,নেওয়াজ, জিয়া পরিষদের সভাপতি বাবুল হ্ওালাদার, নুরে আলম, মাজেদ পাডারী, শ্রমিকদলের লোকমান, সহ বিএনপির হেভিয়েট নেতারা বর্তমানে শেখ হাসিনার সৈনিক। এভাবে প্রতিদিনই কমছে বিএনপি আর বাড়ছে আওয়ামীলীগ। এরই ধারাবাহিকতায় গত ৪ অক্টোবর সোমবার পৌর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আকবর দালাল, পৌর বিএনপির সদস্য আবু তাহের, যুবদলের সদস্য বাবুল, ওয়ার্ড যুবদলের সম্পাদক আলী, জিয়া মঞ্চের সম্পাদক আলামিন, ছাত্রদলের হেলাল, সোহাগ, হাছনাইন এমপি শাওনের হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামীলীগে যোগদান করেন। ক্রমেই লালমোহন ও তজুমদ্দিনে এমপি শাওনের বিচক্ষনতায় হারিয়ে যাচ্ছে মেজর হাফিজ ।