বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » শশীভূষণ | শিরোনাম | সর্বশেষ » শশীভূষনে গৃহ বধুর জুলন্ত লাশ উদ্ধার
শশীভূষনে গৃহ বধুর জুলন্ত লাশ উদ্ধার
লালমোহন বিডিনিউজ ,এইচ এম নোমান শশীভূষন: শশীভূষনের জাহানপুর ৫ নংওয়ার্ডের, মো: ইউছুফ মিয়ার মেয়ে শারমিন ১৯, এর জুলন্ত লাশ উদ্ধার করেছেন, শশীভূষন থানা রাশেলের বাড়ি থেকে তার বাপের বাড়িতে বেড়াতে আসে।
আজ বৃহস্প্রতিবার সকাল ১১ টায় তাদের ঘরের লোকজন শারমিনের জুলন্ত লাশ দেখতে পেয়ে, চিৎকার করলে এলাকার লোকজন এসে, শারমিনের জুলন্ত লাশ দেখতে পেয়ে, শশীভূষন থানায় খবর দেয়।
শশীভূষন থানা এস আই জাকির হোসেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন । ময়না তদন্তের জন্য লাশ ভোলা পাঠানো হয়েছে।