সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » বরিশাল | শিরোনাম | সর্বশেষ » প্রধানমন্ত্রীর কাছে বরিশালের স্কুল ছাত্রের চিঠি, চলছে সেতু নির্মানের কাজ
প্রধানমন্ত্রীর কাছে বরিশালের স্কুল ছাত্রের চিঠি, চলছে সেতু নির্মানের কাজ
লালমোহন বিডিনিউজ ,তালুকদার মাসুদ : চতুর্থ শ্রেনীর ছাত্র শীর্ষেন্দুকে দেওয়া প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুসারে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জে পায়রা নদীর উপর ব্রিজ তৈরির প্রস্তুতি শুরু হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিববহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার (২৬ সেপ্টেম্বর) মিরপুর দিয়াবাড়ি ঘাট সংলগ্ন এলাকায় গাবতলী-শিরনিরটেক সড়কের উদ্বোধনকালে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ আসলামুল হক ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সাবিনা হক।
ওবায়দুল কাদের বলেন, চতুর্থ শ্রেণির ছাত্র শীর্ষেন্দুর চিঠি প্রধানমন্ত্রী সানন্দে গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুসারে ব্রিজ তৈরির কাজ শুরু করে দিয়েছি।
আগামী সপ্তাহে ফিজিবিলিটি পর্যবেক্ষণের জন্য একটি টিপ মির্জাগঞ্জে যাবে।
তিনি আরও বলেন, পয়রা নদী প্রচণ্ড খরস্রোতা এবং প্রশস্ত নদী। এখানে দীর্ঘ লেনের ব্রিজ তৈরি করতে হবে। এ কারণে সময় লাগবে। কাজ শুরু করেছি, আশা করি, দেড় বছরের মধ্যে ব্রিজের নির্মাণ কাজ শেষ হবে।
১৫ আগস্ট পটুয়াখালী গভ. জুবিলী হাই স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র শীর্ষেন্দু বিশ্বাস মির্জাগঞ্জ উপজেলায় পায়রা নদীতে একটি ব্রিজ নির্মাণের অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠি দেয়।
পরে প্রধানমন্ত্রী ওই চিঠির জবাবে শীর্ষেন্দুকে পায়রা নদীতে একটি ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দেন।