শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » বরিশাল | শিরোনাম | সর্বশেষ » ঐশি লঞ্চ ডুবির আরো ৩ উদ্ধার সহ লাশের সংখা ২৬
ঐশি লঞ্চ ডুবির আরো ৩ উদ্ধার সহ লাশের সংখা ২৬
লালমোহন বিডিনিউজ ,তালুকদার মাসুদ : বানারীপাড়ার সন্ধ্যা নদীতে এমএল ঐশি লঞ্চ ডুবির ঘটনায় শুক্রবার সকালে আরো তিনটি লাশ উদ্ধার করেছে নৌবাহী ও ফায়ার সার্ভিসের সদস্যরা। ঘটনার সত্যতা স্বীকার করেছেন বানারীপাড়া থানার ওসি জিয়াউল আহসান ও বানারীপাড়া ফায়ার স্টেশর অফিসার গাজী তৌহিদুল ইসলাম।
উদ্ধারকৃত লাশের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন: সৈয়দকাঠী এলাকার মনোয়ারা বেগম (৪৫), কেশবকাঠীর দিদান (৮) এবং উজিরপুরের হিজলকাঠী এলাকার আল্পনা (২৫)। এনিয়ে লঞ্চ দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ালো ২৬ জনে।
নিহত অপর ২৩ জন হলেন : মোজাম্মেল মোল্লা (৬২), পূর্ব সৈয়দকাঠীর রাবেয়া বেগম (৪৫), সাতবাড়ীয়ার সাগর মীর (১৩), স্বরুপকাঠীর হিরা বেগম (২৫), উজিরপুর উপজেলার হারতা গ্রামের সুখদেব মল্লিক (৩৫), মসজিদ বাড়ীর রহিমা বেগম(৫৫), মীরাকাঠীর মিলন ঘরামী (৩২), একই এলাকার মনোয়ারা (৪৫), ফাতোয়ান (৫), খুকুমনি (২৫), রেহানা বেগম (৩৫), কেশবকাঠীর আব্দুর রাজ্জাক (৬৮), সাতবাড়ীয়ার
নাসির (৯), রিয়াদ (৬), মসজিদ বাড়ীর রুহুল আমিন (২৫)। রুহুল আমিন নেছারাবাদ ফায়াস সার্ভিস স্টেশনে ফায়ারম্যান পদে কর্মরত ছিলেন।আব্দুল মজিদ (৬০), উজিরপুর নয়াকান্দী এলাকার জয়নাল হাওলাদার (৫৫), সাতবাড়ীয়ার দিদার (৮), রাব্বি (৯), সাফিয়া (৪), দুই বছরের শিশু মাইশা, নাদীরা (১০), আল্পনা (২৫) এবং ২৮ বছরের এক অজ্ঞাত মহিলা।
উল্লেখ্য গত বুধবার বেলা পৌনে ১২টায় বানারীপাড়া থেকে হাবিবপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা ঐশী-২ লঞ্চটি দাসেরহাট ভাঙ্গনকবলিত এলাকায় ঘাট দেয়। সিড়ি দিয়ে যাত্রী ওঠানোর পূর্বে নদী পাড়ের বিশাল একটি মাটির অংশ নদীগর্ভে বিলীন হয়। এতে সেখানে ঘূর্নিয়মান স্রোতের সৃষ্টি হলে লঞ্চটি কাঁত হয়ে ডুবে যায়। দুর্ঘটনার সময় বৃষ্টি থাকার কারনে লঞ্চের সকল জানালা বন্ধ ছিলো। ফলে অধিকাংশ যাত্রী ভেতরে আটকরা পড়ের। ৬ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও এদের মধ্যে একজন মারা যান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়।