রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » ভোলা | শিরোনাম | সর্বশেষ » জঙ্গিবাদ বিরোধী ঐক্য গড়ার শপথ ভোলায় আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের প্রতিষ্ঠা বার্ষিকী
জঙ্গিবাদ বিরোধী ঐক্য গড়ার শপথ ভোলায় আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের প্রতিষ্ঠা বার্ষিকী
লালমোহন বিডিনিউজ ,পুষ্পেন্দু মজুমদার, ভোলা থেকে : ভোলায় বোরবার আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকীতে কেক কেটে , মোমবাতি প্রজ্জ্বলন করে জঙ্গিবাদ বিরোধী ঐক্য পড়তে শপথ নিলেন সংগঠনের নেতাকর্মীরা। পরে বর্নাঢ্য র্যালী শহর প্রদক্ষিণ করে। এমন আয়োজনে অংশ নেয় জেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কয়েক হাজার নেতাকর্মী ।
জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দুপুরে অনুষ্ঠিত আলোচনায় জেলা প্রজন্ম লীগের সভাপতি কামাল সিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সম্পাদক আব্দুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার দোস্তমাহামুদ, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক এনামুল হক আরজু, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগ ত্রান ও সমাজ কল্যান সম্পাদক মোঃ সফিকুল ইসলাম , উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, প্রজন্ম লীগের সম্পাদক তালুকদার মোঃ আনোয়ার পাশা বিপ্লব, প্রমুখ । ঢাক ঢোল পিটিয়ে বর্নাঢ্য র্যালী নিয়ে শহর প্রদক্ষিনের সময় বঙ্গবন্ধুর সোনার বাংলা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার ম্লোগান দিতে থাকেন কয়েক হাজার নেতাকর্মী।