বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » চরফ্যাশন | শিরোনাম | সর্বশেষ » আগামী দিন বৃহস্পতিবার অধ্যক্ষ নজরুল ইসলাস স্মৃতি ফ্রিজকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা
আগামী দিন বৃহস্পতিবার অধ্যক্ষ নজরুল ইসলাস স্মৃতি ফ্রিজকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা
লালমোহন বিডিনিউজ .চরফ্যাসন প্রতিনিধি: চরফ্যাসন উপজেলার শশীভূষণ থানা ছাত্রলীগের আয়োজনে ২য় বারের মত অনুষ্ঠিত মরহুম অধ্যক্ষ মিয়া মোহাম্মদ নজরুল ইসলাম স্মৃতি ফ্রিজকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা।বৃহস্পতিবার(১৫সেপ্টেম্বর) বিকাল ৩টায় শশীভূষণ বেগম রহিমা ইসলাম কলেজের খেলার মাঠে অনুষ্ঠিত হবে। এ ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করবেন চরফ্যাসন-মনপুরার সংসদ সদস্য পরিবেশ ও বন উপ মন্ত্রী আবদুল্লাহ-আল-ইসলাম জ্যাকব। এছাড়াও আরো উপস্থিত থাকবেন উপ-মন্ত্রীর সহর্ধমিনী নিলীমা নিগার জ্যাকব, চরফ্যাসন উপজেলা চেয়ারম্যান জয়লান আবদীন আখন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ভিপি নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন মহাজন ও রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল ইসলাম পন্ডিত।উক্ত খেলায় অংশ গ্রহন করবেন শশীভূষণ শিশু শান্ত ক্লাব বনাম মূখারবান্দা সিডর স্পোর্টিং ক্লাব। ফাইনাল খেলাটি পরিচালনা করবেন মো.তারেক পন্ডিত।