শনিবার, ৯ মে ২০১৫
প্রথম পাতা » বিনোদন | শিরোনাম | সর্বশেষ » রুবেলই আমার ফেসবুক আইডি হ্যাক করিয়েছে : হ্যাপি
রুবেলই আমার ফেসবুক আইডি হ্যাক করিয়েছে : হ্যাপি
বিনোদন ডেস্ক : ঢালিউডের উঠতি চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপির সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক আইডি হ্যাক হয়েছে। কে বা কারা হ্যাক করেছে, তা এখনো নিশ্চিত নন হ্যাপি। তবে তিনি ধারণা করছেন, রুবেলই এ কাজটি করিয়েছেন।
কয়েক দিন ধরে হ্যাপি তার ফেসবুক পেজে রুবেলের বিয়ে এবং তাকে (হ্যাপি) খুন করার পরিকল্পনা নিয়ে কয়েকটি স্ট্যাটাস দেন। এর পালটা প্রতিশোধ হিসেবে রুবেল তার ফেসবুক আইডি হ্যাক করিয়েছেন বলে হ্যাপির ধারণা।
এ প্রসঙ্গে রাইজিংবিডিকে হ্যাপি বলেন, ‘আজই আমার ফেসবুক আইডিটা হ্যাক হয়েছে। আমার ধারণা, এটা রুবেলই করিয়েছে। কারণ রুবেলকে নিয়ে কয়েকটি স্ট্যাটাস দিয়েছি। ফেসবুকে আমার অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে।’
তিনি আরো বলেন, ‘নিজের নিরাপত্তার কথা চিন্তা করে আজই রাজধানীর মিরপুর থানায় সাধারণ ডায়েরি করব।’
গত ১৩ ডিসেম্বর নাজনীন আক্তার হ্যাপি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেনের বিরুদ্ধে মিরপুর থানায় নারী নির্যাতন আইনে একটি মামলা করেন। তারপর এ ঘটনায় অনেক জল ঘোলার পরও এখন পর্যন্ত নিষ্পত্তি হয়নি মামলাটি।
সম্প্রতি কাশেম মণ্ডলের পরিচালনায় নীল দৃষ্টি শিরোনামের সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন হ্যাপি। তার অভিনীত প্রথম চলচ্চিত্র মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত কিছু আশা কিছু ভালোবাসা। এ ছাড়া রিয়েল ম্যান সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। সিনেমাটি এখন মুক্তির অপেক্ষায় রয়েছে।