বুধবার, ৭ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে শ্রমিক লীগ নেতার প্রচার প্রচারনা তুঙ্গে।
বোরহানউদ্দিনে শ্রমিক লীগ নেতার প্রচার প্রচারনা তুঙ্গে।
লালমোহন বিডিনিউজ ,বোরহানউদ্দিন প্রতিনিধি : বোরহানউদ্দিন উপজেলার পৌরসভার শ্রমিক লীগ নেতা মোঃ আবুল কাশেম মোল্লার প্রচার প্রচারনা তুঙ্গে। মঙ্গল বার পৌরসভার শ্রমিগ লীগ সভাপতি পদ প্রার্থির জন্য মটর সাইকেল শোভা যাএা করেন । উক্ত শোভা যাএায় প্রায় ৮০ টি মটর সাইকেল ও দুইশত নেতাকর্মী নিয়ে ভোলা ২ আসনের এমপির আলী আজম মুকুল ফুটবল গোল্ড কাপ ২০১৬ এর উদ্দেশে রওনা করেন। বহরটি বোরহানউদ্দিন পশ্চিম বাজার থেকে শুরু করে বাজারের মূল সড়ক অতিক্রম করে আব্দুল জব্বার কলেজ গেটে গিয়ে সমাপ্তি করেন। নেতাকর্মীদের একমাত্র চাওয়া কাশেম মোল্লাকে বোরহানউদ্দিন পৌরসভার সভাপতি পদে দেখতে চান।