শনিবার, ৯ মে ২০১৫
প্রথম পাতা » জাতীয় | প্রবাস | শিরোনাম | সর্বশেষ » থাইল্যান্ডের জঙ্গলে ৭৫ বাংলাদেশি জীবিত উদ্ধার
থাইল্যান্ডের জঙ্গলে ৭৫ বাংলাদেশি জীবিত উদ্ধার
লালমোহন বিডি নিউজ ডেস্ক: থাইল্যান্ডের গহীন জঙ্গল থেকে এবার ১১১ জন অভিবাসীকে জীবিত উদ্ধার করেছে থাইল্যান্ড পুলিশ। উদ্ধার হওয়াদের মধ্যে অন্তত ৭৫ জন বাংলাদেশী বলে জানানো হয়েছে।
শুক্রবার থাইল্যান্ড পুলিশ দেশটির শঙখলা প্রদেশের গহীন জঙ্গলে বিশেষ অভিযান চালিয়ে এসব অভিবাসীদের উদ্ধার করে। উদ্ধার হওয়াদের মধ্যে ৭৫ জন বাংলাদেশী, ২৮ জন মিয়ানমারের রোহিঙ্গা। বাকিরা বিভিন্ন দেশের নাগরিক।
এছাড়াও পৃথক অভিযানে থাইল্যান্ডের গহীন জঙ্গলে মানবপাচারকারী চক্রের আরো চারটি ক্যাম্পের সন্ধান পেয়েছে দেশটির পুলিশ। এসব স্থান থেকে ২৪ রোহীঙ্গাকে উদ্ধার করা হয়েছে। মৃত উদ্ধার করা হয়েছে বেশ কয়েকজনকে।
থাইল্যান্ড পুলিশ জানিয়েছে, মৃত উদ্ধার হওয়াদের পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা চালাচ্ছেন তারা। এছাড়া সন্দেহভাজান এলাকার জঙ্গলগুলোতে অভিযান অব্যাহত রাখা হয়েছে বলে গণমাধ্যমকে জানানো হয়।–সুত্র যুগান্তর।