বুধবার, ৩১ আগস্ট ২০১৬
প্রথম পাতা » চরফ্যাশন | শিরোনাম | সর্বশেষ » ভোলায় ছাত্রদল সভাপতি আব্দুর রাজ্জাক হত্যা মামলায় চার্জশিট দাখিলের প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন
ভোলায় ছাত্রদল সভাপতি আব্দুর রাজ্জাক হত্যা মামলায় চার্জশিট দাখিলের প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন
লালমোহন বিডিনিউজ , ভোলা প্রতিনিধি :ভোলার চরফ্যাশন উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রাজ্জাক হত্যা মামলার মূল আসামিদের বাদ দিয়ে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করার প্রতিবাদে নিহত ছাত্রদল সভাপতি আব্দুর রাজ্জাকের পিতা মোঃ হোসেন মিয়া। মঙ্গলবার(৩০আগস্ট) সকাল ১১টায় ভোলা জেলা ছাত্রদলের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
এ সময় চার্জশিট দাখিলের বিরুদ্ধে নারাজি দিতে গিয়ে ছাত্রলীগের ক্যাডারদের হামলায় শিকার আইনজীবী এড.হযরত আলী হিরনসহ নিহতের পরিবার সদস্যদের বিভিন্ন ভাবে লাঞ্ছিত হওয়ার বিচারও দাবি করেন আব্দুর রাজ্জাকের পিতা হোসেন মিয়া। এ ছাড়াও সংবাদ সম্মেলনে নিহতের বাড়িতে গভীর রাতে পুলিশের হানা, লাঞ্ছিত করা, মামলা নিয়ে বাড়াবাড়ি না করার জন্য হুমকি-ধুমকি দেওয়ার অভিযোগও করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম খান, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ ট্রুম্যান, জেলা ছাত্রদল সভাপতি খন্দকার আল আমিন, জেলা ছাত্রদল সাধারন সম্পাদক মিজানুর রহমান মাসুদসহ নিহতের পরিবার ও দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।