মঙ্গলবার, ৩০ আগস্ট ২০১৬
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহন উপজেলা ছাত্রদলের আহবায়ক ও যুগ্ম আহবায়ক গ্রেফতার
লালমোহন উপজেলা ছাত্রদলের আহবায়ক ও যুগ্ম আহবায়ক গ্রেফতার
লালমোহন বিডিনিউজ : ভোলার লালমোহন উপজেলা ছাত্রদলের আহবায়ক সামছুদ্দিন জসিম ও যুগ্ম আহবায়ক লালমোহন প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ শহিদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত ২টার দিকে তাদের নিজ নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়।
লালমোহন থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবীর জানান, আটককৃত দুইজনের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে জসিমের বিরুদ্ধে লালমোহন বাজারে পুলিশ এসাল্ট মামলায় ওয়ারেন্ট আছে। অন্যদিকে তাদের বিরুদ্ধে নয়ানী গ্রামের মোঃ আলী চৌকিদারের ছেলে হারুন বাদী হয়ে মামলা ও ইউপি নির্বাচনের সময় চতলা ভোট কেন্দ্রে সহিংসতায় পুলিশের উপর হামলার মামলায়ও আসামী দেখানো হয় বলে জানা গেছে।