শুক্রবার, ৮ মে ২০১৫
প্রথম পাতা » মনপুরা | শিরোনাম | সর্বশেষ » মনপুরার ভূমিহীন মুক্তিযোদ্ধার দাফন হলো খাস জমিতে
মনপুরার ভূমিহীন মুক্তিযোদ্ধার দাফন হলো খাস জমিতে
সীমান্ত হেলাল,মনপুরা :আলী আহাম্মদ । বয়স ৭০। রণাঙ্গনের অকুতোভয় সৈনিক। দেশ মাতৃকার টানে ৯ নম¦র সেক্টরে দেশের জন্য যুদ্ধ করেছিলেন এই বীর সেনানী। স্বপ্ন ছিল দেশ স্বাধীন হলে মিলবে সামাজিক মুক্তি। জীবনের শেষ দিনেও মুক্তি মেলেনি ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার এই বীর মুক্তিযোদ্ধার। অবশেষে পৃথিবীকে মুক্তি দিয়ে চলে গেলেন না ফেরার দেশে।
রাক্ষুসে মেঘনার ভাঙ্গনে একের পর এক বসত-বাড়ি বিলীন হওয়ার পর ভূমিহীন এই মুক্তিযোদ্ধা ১০ সন্তান নিয়ে আশ্রয়নেন কলাতলীর চরের খাস জমিতে। দারিদ্রতার কারনে দীর্ঘদিন রোগ-শোকে জীর্ণ ভূমিহীন মুক্তিযোদ্ধা বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টায় কলাতলীর চরে মৃত্যু বরণ করে। মৃত্যু খবর পেয়ে মনপুরা থেকে বিচ্ছিন্ন কলাতলীর চরে ছুটে যান সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল লতিফ ভূইয়া ও মুক্তিযোদ্ধা বেলাল চৌধুরী। অবশেষে ৮ এপ্রিল শুক্রবার সকাল ১০ টায় কলাতলীর চরে আবাসন জামে মসজিদের পাশে খাস জমিতে দাফন করা হয় এই বীর সেনানীর।
ভূমিহীন মুক্তিযোদ্ধার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধকালীন কমান্ডার আলহাজ্ব সামস উদ্দিন বাচ্চু চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার এম.এ কাশেম ও ডেপুটি কমান্ডার আবুল কাশেম মাতাব্বর সহ মনপুরার সকল মুক্তিযোদ্ধারা।