শুক্রবার, ৮ মে ২০১৫
প্রথম পাতা » চরফ্যাশন | ফটোগ্যালারী | শিরোনাম | সর্বশেষ » ভোলার চরফ্যাশনে ৩৩ কোটি টাকা ব্যয়ে মায়া ব্রিজের উদ্বোধন করলেন বানিজ্যমন্ত্রী
ভোলার চরফ্যাশনে ৩৩ কোটি টাকা ব্যয়ে মায়া ব্রিজের উদ্বোধন করলেন বানিজ্যমন্ত্রী
পুষ্পেন্দু মজুমদার ভোলা :ভোলার চরফ্যাশনে আহম্মেদপুর ইউনিয়নের মায়া নদীর ওপর ৩৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রিজের উদ্বোধন করেন বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও বন পরিবেশ উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব। এদিকে বানিজ্যমন্ত্রীর চরফ্যাশনে আগমনে তাকে শুভেচ্ছা জানিয়ে দেড় শতাধিক তোড়ন নির্মান করা হয়েছে। একই সঙ্গে তাকে শুভেচ্ছা জানাতে প্রতি ইউনিয়নে রাস্তার দুপাশে শত শত নারী পুরুষ সকাল থেকে অবস্থান নেন। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের অর্থায়নে ৩৮৭ দশমিক ৪০ মিটার দীর্ঘ মায়া ব্রিজ গতকাল আনুষ্ঠানিকভাবে জনগনের চলাচলে উন্মুক্ত করে দেয়া হয়। এ ছাড়া শশিভুষন থানার নতুন নির্মিত থানাভাবন , নীলিমা জ্যাকব কলেজের ভবন নির্মান উদ্বোধন করেন। ভোলায় জেলা কৃষক লীগের সম্মেলনে বক্তব্য রাখেন বানিজ্যমন্ত্রী । এদিকে ব্রিজ ও ভবন উদ্বোধন শেষে চলফ্যাশনের ফ্যাশন স্কয়ার ও ফ্যাশন টাওয়ার পরিদর্শন শেষে ব্রজগোপাল টাউন হলে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বানিজ্যমন্ত্রী বলেন ,খালেদা জিয়ার হাতে আর দেশের দায়িত্ব দেয়া যাবে না। তিনি সিটি নির্বাচনে এসেছেন । অথচ বার্ন ইউনিটে যান নি। তিনি ৯২ দিন হরতাল অবরোধের নামে মায়ের কোল খালি করেছেন। কত শিশুকে হত্যা করেছেন, হত্যা করেছেন বাস চালকদের। খালেদা জিয়া প্রতিবন্ধকতা সৃস্টি করলেও বাংলাদেশ উন্নয়নে এগিয়ে যাচ্ছে। বিশ্বে এখন একটি মর্যাদাশীল দেশে পরিনত হয়েছে এ দেশ। তিনি বলেন এক সময় আমাদের টাকা ছিল না এখন রিজার্ভ রয়েছে ৩৩ ¦িবলিয়ন, এক সময় সাড়ে ৭ কোটি মানুষের দেশে খাদ্য অভাব ছিল। এখন ১৬ কোটি মানুষের দেশে খাদ্য উদ্বৃত্ত রয়েছে। তিনি ৪১ বছর পর মুজিব ইন্দিরা চুক্তি বাস্তবায়েনর কথাও তুলে ধরেন। এ সময় তিনি ভোলার ও চরফ্যাশনের উন্নয়নের কথা তুলে ধরে বলেন উপমন্ত্রী জ্যাকবের নেতৃত্বে চরফ্যাশনে ব্যাপক উন্নয়ন হয়েছে। আমরা এক নতুন চরফ্যাশনকে দেখছি। তেমনি ভোলার উন্নয়ন হয়েছে। দেশের মধ্যে ভোলা একটি সম্ভাবনাময় জেলা। এখানে গ্যাসের মজুদ রয়েছে। শিল্পপ্রতিরা বিনিয়োগে আগ্রহী হয়ে ভোলায় আসছেন। নদী বন্দর গড়ে তোলার কথাও বলেন বানিজ্যমন্ত্রী। বন ও পরিবেশ উপমন্ত্রী জ্যাকব তার বক্তেব্য বলেন, বিএনপি আমলে চরফ্যাশন ছিল সন্ত্রাসের রাজত্ব। কোন উন্নয়ন হয় নি। আর আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর একের পর এক উন্নয়ন হচ্ছে। তিনি বানিজ্যমন্ত্রীকে তার এলাকায় আসায় কৃতজ্ঞতা জানান। উপজেলা চেয়ারম্যান জয়নাল আবদ্দীনের সভাপতিত্বে অঅরো বক্তব্য রাখেন বন ও পরিবেশ উপমন্ত্রী আব্দুল্ল্রাহ আল ইসলাম জ্যাকব, পুলিশের মহাপরিদর্শক ( আইজিপি) এ কে এম শহীদুল হক, এলজিইডির প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী, প্রমুখ । পরে মন্ত্রী কৃষক লীগের সম্মেলনে যোগ দেন ।