রবিবার, ১৪ আগস্ট ২০১৬
প্রথম পাতা » চরফ্যাশন | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনে জঙ্গী ও সন্ত্রাস প্রতিরোধে আলেমদের সমাবেশ
চরফ্যাশনে জঙ্গী ও সন্ত্রাস প্রতিরোধে আলেমদের সমাবেশ
লালমোহন বিডিনিউজ ,চরফ্যাশন প্রতিনিধি:পরিবেশ ও বন উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেছেন, ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা, ২১ আগষ্ট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার চেষ্টা, গুলশানের হলি আর্টিজান এবং শোলাকিয়ার ঈদের দিন জঙ্গী হামলার পেছনে রয়েছে ৭১-এর পরাজিত অপশক্তি। ৭১-এর পরাজয়ের প্রতিশোধ নিতে চক্রটি বংশ পরম্পরায় অপতৎপরতা চালিয়ে আসছে। রোববার(১৪আগস্ট)সকাল ১১টায় উপজেলা পরিষদের আয়োজনে বেগম রহিমা ইসলাম ডিগ্রী কলেজ মিলনায়তনে সন্ত্রাস জঙ্গীবাদ ও নৈরাজ্যের প্রতিবাদে আলেম-ওলামাদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি একথা বলেন। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভোলা জেলা পুলিশ সুপার মোকতার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী আরো বলেন- রাজনীতির ফায়দা নিতে পবিত্র ইসলাম ধর্মের অপব্যখ্যা দিয়ে একটি চক্র অপচেষ্টা করছে। এই চক্রটি জঙ্গীবাদের নামে সন্ত্রাস সৃষ্টির জন্য ইসলাম ধর্মকে ব্যবহার করে আমাদের প্রাণের ধর্ম ইসলাম এবং শ্রদ্ধেয় আলেম ও ওলামা মাশায়েখদের ভাবমূর্তীকে ক্ষুন্ন করছে। পৃথিবীর সর্বকালের শ্রেষ্ট ধর্ম ইসলাম এবং আলেম সমাজের উজ্জ¦ল ভাবমূর্তী সমুন্নত এবং বিতর্কমূক্ত রাখার স্বার্থে জঙ্গবাদের পোষাপড়া ধর্মব্যবসায়ীদের বিরুদ্ধে সমন্বিত প্রতিরোধ গড়ে তুলতে হবে।
রসূলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জহির উদ্দিন পন্ডিতের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জামাল উদ্দিন মহাজন, এওয়াজপুর ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম চৌধুরী, মাও. নুরুল আমীন, ইমাম মাও. নূরে আলম নূরানী ও মাও. হারুন অর রশিদ প্রমূখ।পরে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি রেগম রহিমা ইসলাম মহিলা কলেজের কৃর্তী শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধুর আত্মজীবনী বিতরন করেন।