রবিবার, ১৪ আগস্ট ২০১৬
প্রথম পাতা » চরফ্যাশন | শিরোনাম | সর্বশেষ » জঙ্গী ও সন্ত্রাসীদের সকল চেষ্টাই ব্যর্থ করে দিয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা,চরফ্যাসনে উপমন্ত্রী জ্যাকব
জঙ্গী ও সন্ত্রাসীদের সকল চেষ্টাই ব্যর্থ করে দিয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা,চরফ্যাসনে উপমন্ত্রী জ্যাকব
লালমোহন বিডিনিউজ ,চরফ্যাসন প্রতিনিধি: পরিবেশ ও বন উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্যদিয়ে এ দেশে সন্ত্রাস আর জঙ্গীবাদের বীজ বোনা হয়েছিল। যার লক্ষ্যছিল-দেশের উন্নয়ন ও অগ্রগতিকে ব্যহত করে বাংলাদেশকে একটি অকার্যকর ব্যর্থ রাষ্ট্রে পরিনত করে ৭১’এর পরাজয়ের প্রতিশোধ নেয়া। সেই ৭১’র আর ৭৫’র প্রেতাত্মারা ‘জঙ্গী আর সন্ত্রাসী’ রুপে আজো বাংলাদেশকে পিছু টানছে। কিন্ত জঙ্গী আর সন্ত্রাসীদের সবহীন চেষ্টা ব্যর্থ করে দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশ। উপমন্ত্রী আরো বলেন, যুদ্ধাপরাধীদের শেষ রক্ষা হয়নি। জেনারেল জিয়ার আর্শীবাদের ছায়াতলে বেঁচে থাকা বঙ্গবন্ধুর খুনিরাও বাঁচতে পারেনি। জঙ্গীবাদ আর সন্ত্রাসের হোতাদের সময়ও শেষ হয়ে এসেছে।
শনিবার স্থানীয় ব্রজগোপাল টাউন হলে চরফ্যাশন উপজেলা আওয়ামীলী আয়োজিত জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী মতবিনিময় সভায় মন্ত্রী একথা বলেছেন। এই মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামীলীগের কেনদ্রীয় যুগ্ন সাধারন সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি । সভায় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি বিশেষ অতিথির বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন পরিবেশ ও বন উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে ভোলা পৌর সভার মেয়র মনিরুজ্জামান, উপজেলা আওয়ামলীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম ভিপি এবং উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন বক্তব্য রাখেন।সভা পরিচালনা করেন পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনির আহমেদ শুভ্র। সভায় আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং পেশাজীবী নেতারা অংশ নেন।
বিকেলে উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি চর মানিকার দক্ষিণ আইচা এবং এওয়াজপুরের দক্ষিণ মাদ্রাজ গ্রামের নতুন বিদ্যুৎ সঞ্চালন লাইন উদ্বোধন করেন। এসময় উপজেলা আওয়ামীলীগ ও ইউনিয়ন আওয়ামীলীগ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।