শনিবার, ১৩ আগস্ট ২০১৬
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » ভোলায় ১২১ পিজ ইয়াবা সহ মাদক বিক্রেতা আটক
ভোলায় ১২১ পিজ ইয়াবা সহ মাদক বিক্রেতা আটক
লালমোহন বিডিনিউজ ,ভোলা প্রতিনিধি : ভোলায় ১২১ পিচ ইয়াবসহ আ: কাদের (২৮) এক মাদক বিক্রেতাকে আটক করেছে ডিবি পুলিশ। শুক্রবার রাত ১১টার দিকে পৌরসভার ২নং ওয়ার্ডের অফিসার পাড়া থেকে তাকে আটক করা হয়। কাদের অফিসার পাড়ার মৃত আবদুস সালাম বেপারীর ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি ওসি আখতারুজ্জামানের নেতৃত্বে এসআই সাঈদ, এসআই রবিউলসহ ডিবির একটি টিম রাত ১১টায় অফিসার পাড়ায় অভিযান চালায়। এসময় মাদক বিক্রেতা কাদেরকে ১২১ পিচ ইয়াবা, নগদ ৩,৭০০ টাকা ও মোবাইল সহ আটক করা হয়। পরে তাকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। ভোলার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুদ্দিন শাহিন বলেন, পুলিশের নিয়মিত অভিযান হিসেবে এটি আমাদের বড় একটি সাফল্য। তবে মাদক নিয়ন্ত্রনে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।