শুক্রবার, ৮ মে ২০১৫
প্রথম পাতা » চরফ্যাশন | শিরোনাম | সর্বশেষ » আজ ভোলার ৩ থানা ভবন ও ব্রিজ উদ্বোধন করবেন বানিজ্যমন্ত্রী
আজ ভোলার ৩ থানা ভবন ও ব্রিজ উদ্বোধন করবেন বানিজ্যমন্ত্রী
লালমোহনবিডি নিউজ ডেস্ক:
আজ শুক্রবার উদ্বোধন হচ্ছে ভোলার দুলার হাট থানা , দক্ষিন আইচা থানা ভবন, লেতরা থানা এবং চরফ্যাশনের মায়া নগরীর ব্রীজ । বানিজ্যমন্ত্রী তোফায়েল আহম্মেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উদ্বোধন করবেন। এ সময় উপস্থিত থাকবেন ভোলা ৪ আসনের (চরফ্যাশন- মনপুরা) সংসদ সদস্য এবং বন ও পরিবেশ উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, । এ উপলক্ষে স্থনীয় আওয়ামীলীগের পক্ষ থেকে কর্মসূচী নেয়া হয়েছে।
জানা গেছে, সকাল ৯ টায় দুলার হাট থানা, ১০ টায় দক্ষিন আইচা থানা এবং ১১ টায় মানা নগরীরর ব্রিজ ও ১২ টায়লেতরা থানার ভবন উদ্বোধন এর মধ্যে ৩৩ কোটি টাকা ব্যয়ে তৈরী ৩৭৮ দশমিক ৪০ মিটার দীর্ঘ এই ব্রীজ চরফ্যাশনের চরকলমী এবং নজরুল নগর ইউনিয়নের সাথে ভোলা জেলার মূল ভূ-খন্ডের সাথে সংযুক্ত করবে।
এর পর স্থানীয় আওয়ামীলীগের আয়োজনে চরফ্যাশন পৌর শহরে এক সভায় উপস্থিত থাকবেন বানিজ্যমন্ত্রী। সেখানে বক্তব্য রাখবেন তিনি।
বিস্তারিত আসছে……