শুক্রবার, ২২ জুলাই ২০১৬
প্রথম পাতা » তজুমদ্দিন | শিরোনাম | সর্বশেষ » থ্রিজি সেবা থেকে বঞ্চিত তজুমদ্দিনের পাচঁটি ইউনিয়নের প্রায় এক লাখ মানুষ
থ্রিজি সেবা থেকে বঞ্চিত তজুমদ্দিনের পাচঁটি ইউনিয়নের প্রায় এক লাখ মানুষ
লালমোহন বিডিনিউজ ,সাদির হোসেন রাহিম তজুমদ্দিন: তজুমদ্দিন উপজেলার পাচঁটি ইউনিয়নের প্রায় এক লাখ মানুষ আধুনিক থ্রী-জি সেবা থেকে একেবারেই বঞ্চিত৷ যে কারণে প্রতিনিয়ত দারুনভাবে বিড়ম্বনার শিকার হতে হচ্ছে এখানকার মোবাইল ও কম্পিউটারে ইন্টারনেট ব্যবহারকারী সাধারণ মানুষদের৷ এই উপজেলায় অধীনে রয়েছে ১ টি সরকারি কলেজ সহ মোট ৩ টি কলেজ, ১০৮ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ মোট ১১৪ টি প্রাথমিক বিদ্যালয়, কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় ৪ টি, জুনিয়র উচ্চ বিদ্যালয় ৪ টি, উচ্চ বিদ্যালয় (সহশিক্ষা) ১২টি, উচ্চ বিদ্যালয় (বালিকা) সরকারি ১টি, উচ্চ বিদ্যালয় (বালক) সরকারি ১ টি, দাখিল মাদ্রাসা ৭ টি, আলিম মাদ্রাসা ৫টি, ফাজিল মাদ্রাসা ৩ টি, আরো অন্যান্য সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান সহ অসংখ্য ছোট বড় ইন্টারনেট সংযোগ ব্যাবহারকারী কম্পিউটারের দোকান৷ আর মোবাইল ব্যবহারকারী গ্রাহকরা তো আছেই৷ আধুনিক বিশ্বে আজ যোগাযোগের অন্যতম মাধ্যম হলো, মোবাইল, কম্পিউটার, ইন্টারনেট৷ এগুলো ছাড়া যোগাযোগের সহজ উপায় নেই বললেই চলে৷ যদিও তজুমদ্দিন উপজেলা সদরে থ্রিজি সেবা চালু আছে, কিন্তু এ সেবা শুধুমাত্র তজুমদ্দিন বাজার এলাকা পর্যন্ত সীমাবদ্ধ। তজুমদ্দিন বাজার এলাকায় থ্রিজি সেবা চালু থাকলেও বরাবরই এ সেবা থেকে বঞ্চিত উপজেলার ৫ ইউনিয়নের প্রায় ১ লাখ মানুষ। তথ্য প্রযুক্তি থেকে দিন দিন পিছিয়ে যাচ্ছে এসব ইউনিয়নের মানুষগুলো৷ এসব এলাকায় থ্রিজি সেবা না থাকার কারনে এসব জায়গা থেকে
ইমেইলের মাধ্যমে টুকিটাকি তথ্য আদান-প্রদান করতে গেলে ১ মিনিটের স্থলে ১৫-২০ মিনিটের ও অধিক সময় লেগে যায়৷ যার একটাই কারণ এসব ইউনিয়নে থ্রী-জি সেবা চালু না থাকার কারণে ইন্টারনেট স্বাচ্ছন্দে কাজ করা সম্ভব হয়না৷ সমগ্র দেশ যখন ডিজিটালাইজেশন এর পথে তখনো তজুমদ্দিন বাসি দ্রুতগতির ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত, নেই কোন থ্রিজি
নেটওয়ার্ক। কিছুদিন পর যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। তখনই শুরু হবে বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের জন্য এখানকার শিক্ষার্থীদের দৌড়জাপ। শুধু তাই নয় ভর্তি আবেদন থেকে শুরু করে প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ, সেনাবাহিনী ও বিমানবাহিনীর নিয়োগের জন্য টেলিটকের মাধ্যমে আবেদন করতে হয় এবং ইন্টারনেটর মাধ্যমে তথ্য প্রেরণ করতে হয়। কিন্তু পরিতাপের বিষয় তজুমদ্দিন থানার চাদঁপুর, শম্ভুপুর, সোনাপুর, চাচড়াঁ ও মলংচড়া এই পাচঁটি ইউনিয়নে থ্রিজি নেটওয়ার্ক সেবা নেই, যার ফলে সঠিক সময়ে তথ্য প্রেরন করা সম্ভব হচ্ছে না৷ আর একারণে দারুন ভাবে বিড়ম্বনার মধ্যে পড়তে হচ্ছে প্রতিনিয়ত এখানকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষার্থী ও সাধারণ মানুষদের৷ এমতাবস্থায়, তজুমদ্দিন উপজেলার ৫ টি ইউনিয়নকে থ্রী-জি সেবার আওতায় অন্তর্ভূক্ত করার জন্য সকল মোবাইল সিম অপারেটর কোম্পানীগুলির প্রতি সদয় সু-দৃষ্টি কামনা করেছে তজুমদ্দিন বাসী৷