সোমবার, ১৮ জুলাই ২০১৬
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে জেলা আনসার কমান্ড্যান্টের নেতৃত্বে হিজরাদের মধ্যে জঙ্গিবিরোধী প্রচারনা
লালমোহনে জেলা আনসার কমান্ড্যান্টের নেতৃত্বে হিজরাদের মধ্যে জঙ্গিবিরোধী প্রচারনা
লালমোহন বিডিনিউজ ,মিজানুর রহমান লিপু : লালমোহনে জেলা আনসার কমান্ড্যান্টের নেতৃত্বে হিজরাদের মধ্যে জঙ্গিবিরোধী প্রচারনা চালানো হয়েছে। গত ১৭ জুলাই রবিবার বিকেলে আনসার ও ভিডিপির ভোলা জেলা কমান্ডান্ট মোঃ জানে আলম সুফিয়ানের নেতৃত্বে আনসার ও ভিডিপির সদস্যরা জালিয়া পাড়াস্থ হিজরাদের বাসাবাড়িতে গিয়ে জঙ্গিবাদের কারনে সৃস্ট সমস্যা এবং এর কুফল নিয়ে আলোচনা করেন। আলোচনায় তাদেরকে কোন অচেনা লোক কোন জঙ্গীবাদী প্রস্তাব দিয়েছে কিনা জানতে চান। এছাড়াও কোন লোক এধরনের প্রস্তাব দিলে তাৎক্ষনিক আইন প্রয়োগকারী সংস্থাকে জানাতে পরামর্শ দেন। এসময় হিজরাদের দলপতি পায়েল , বিন্দিয়া,মালা সহ অন্যান্য হিজরারা উপস্থিত ছিলেন। প্রচারনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা আনসার ও ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা নিরুপমা আক্তার, লালমোহন উপজেলা প্রশিক্ষক জসিম উদ্দিন ও চরফ্যাশন উপজেলা প্রশিক্ষক এনামুল হক। এব্যাপারে আনসার ভিডিপির কমান্ড্যান্ট বলেন, প্রধানমন্ত্রীর নিদের্শে আমরা জঙ্গিবাদের বিরুদ্বে সামাজিক সচেতনতা তৈরি করতে বিভিন্ন পেশার লোকজনের মধ্যে কাজ করে যাচ্ছি। আর যেহেতু জঙ্গিরা তাদের জঙ্গীবাদের কৌশল পরিবর্তন করতে পারে এজন্যই আমরা হিজরা, নিখোঁজ ব্যাক্তি, উগ্রবাদী কথাবার্তা বলে এমন লোকজনের সম্পর্কে আমাদের সদস্যদের মাধ্যমে খোঁজ খবর সহ নজরধারী রাখছি। এব্যাপারে অনেকের ধারনা বিএনপি জামাতের জালাও পোড়াও আন্দোলনের সময় সড়কপথে যে ভাবে এ বাহিনীর সদস্যদের দিয়ে প্রতিরোধ গড়ে তোলা হয়েছিল এবারও তাদের নিয়োগ দিয়ে পুলিশের পাশাপাশি কাজ করালে জঙ্গীবাদী দমন করা সহজ হবে।