শুক্রবার, ১৫ জুলাই ২০১৬
প্রথম পাতা » চরফ্যাশন | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেইসবুকে পোস্ট দেয়ার অভিযোগে পল্লী চিকিৎসক গ্রেফতার
চরফ্যাশনে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেইসবুকে পোস্ট দেয়ার অভিযোগে পল্লী চিকিৎসক গ্রেফতার
লালমোহন বিডিনিউজ ,চরফ্যাসন প্রতিনিধি :প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেইসবুকে পোস্ট দেয়ার অভিযোগে চরফ্যাশন বাজার থেকে বুধবার রাতে হেলাল উদ্দিন (৪৫) নামের এক পল্লী চিকিৎসককে গ্রেফতার করেছেন পুলিশ।
গ্রেফতারকৃত হেলাল উপজেলার আয়শাবাগ গ্রামের নুরুল ইসলাম হাওলাদারের ছেলে।
এ ঘটনায় থানার পুলিশ উপ- পরিদর্শক আবু জাফর বিশ্বাস বাদী হয়ে তথ্য প্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করে বৃহস্পতিবার দুপুরে হেলালকে আদালতে সোর্পদ করেছেন।
পুলিশ উপ- পরিদর্শক আবু জাফর বিশ্বাস জানান, পল্লি চিকিৎসক হেলাল উদ্দিন তার ব্যাক্তিগত ফেইসবুক আইডিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ছবি বিকৃত করে পোস্ট দেয়। বিষয়টি জানতে পেরে পুলিশ তাকে গ্রেফতার করেন।গ্রেফতারকৃত হেলাল উদ্দিন জানান, তার ফেইসবুকে টেক করে বিকৃত ওই ছবিটি, তাই ডিলেট করতে গিয়ে ভুলবশত সেভপোস্ট বাটনে চাপ পড়ে ছবিটি পোস্ট হয়ে যায়। তবে কার আইডি থেকে ওই ছবিটি টেক করা হয়েছে তা বলতে পারেননি তিনি।