মঙ্গলবার, ১২ জুলাই ২০১৬
প্রথম পাতা » ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় বি,এন,পির প্রতিবাদ ও শোক র্যালী
ভোলায় বি,এন,পির প্রতিবাদ ও শোক র্যালী
লালমোহন বিডিনিউজ ,ভোলা প্রতিনিধি : ক্রেন্দীয় কর্মসূচূীর অংশ হিসেবে গুলশান ও শোলাকিয়ার সন্ত্রাসী হামলায় হত্যার প্রতিবাদে প্রতিবাদ ও শোক র্যালী করে ভোলা জেলা বি,এন,পি।সকাল ১১টায় র্যালী বি,এন,পি কার্যালয় থেকে শুরু হয়ে পুরো শহর প্রদক্ষিন করে।এসময় উপস্থিত ছিলেন জেলা বি,এন,পির যুগ্ম সম্পাদক হারুনরু রশিদ টুমেন,যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির সোপান,হাসান তৌফিক রিহীন,থানা বি,এন,পির যুগ্ম আহবায়ক মফিজুল ইসলাম মিলন,পৌর বি,এন,পির সভাপতি আবদুর রব আকন,সম্পাদক মাজহারুল ইসলাম,প্রচার সম্পাদক বশির হাওলাদার,জেলা যুবদলের সাবেক সভাপতি ইয়ারুল আলম লিটন,জেলা যুবদল আহ্বায়ক তরিকুল ইসলাম কায়েদ,সদস্য সচিব কবির হোসেন,ছাএদলের সাবেক সভাপতি আবদুল কাদের সেলিম,জেলা সেচ্চা সেবক দল আহবায়ক জামিল হোসেন ওয়াদুদ,যুগ্ম আহবায়ক আকবর আকন,মীর নুরে আলম ফরহাদ,জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার আলআমিন,সিনিয়র সহসভাপতি মনির হাসান,যুগ্ম সম্পাদক জাকির হোসেন মনির,সহসভাপতি রবিন চৌধূরী,থানা ছাএদল আহবায়ক মো: মোস্তফা কামাল প্রমুখ।