বৃহস্পতিবার, ৭ মে ২০১৫
প্রথম পাতা » দৌলতখান | শিরোনাম | সর্বশেষ » ভূমি দস্যুদের কবল থেকে বাঁচাতে কৃষকদের সংবাদ সম্মেলন
ভূমি দস্যুদের কবল থেকে বাঁচাতে কৃষকদের সংবাদ সম্মেলন
দৌলতখান সংবাদদাতা: ভোলার দৌলতখানের নিয়ামতপুর ও পশ্চিম নিয়ামত চরের কৃষকদের ভূমি দস্যুদের কবল থেকে বাঁচানোর দাবীতে সংবাদ সম্মেলন করেছে ভূমিহীন কৃষকরা।
বৃহস্পতিবার (৭ মে) সকাল ১০টায় বাজারের মারকাজ মসজিদের সামনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন নিয়ামতপুর চর ভূমিহীন কৃষক সমবায় সমিতির সহ-সভাপতি মোঃ কাইয়ুম মৃধা।
লিখিত বক্তব্যে তিনি জানান, নিয়ামতপুর ও পশ্চিম নিয়ামতপুর চরের ৮নং ও ৯নং মৌজার জমি নদী সিকস্তি হয়ে পয়স্থি হওয়ায় সরকার ২০০১-২০০২ ইং সালে সরকারি খাসে আনায়ন করে ।
উক্ত খাস জমি সরকার ২০০১ সাল হতে ২০০৬ সাল পর্যন্ত দৌলতখান উপজেলার ভূমিহীন কৃষকদের অনুকূলে বরাদ্দ দেন। কিন্তু ভোলা সদর, দৌলতখান ও লক্ষীপুর জেলার কিছু ভূমি দস্যুরা কৃষকদের নামে বরাদ্ধকৃত জমি আত্মসাৎ করার উদ্দেশ্যে মহামন্য হাইকোর্টে রীট পিটিশন মোকাদ্দমা দায়ের করে। উক্ত রীট পিটিশন মোকাদ্দমায় মহামান্য আদালত ১৪-০৫-২০০৬ তারিখে ৩ (তিন) মাসের জন্য নিষেধাজ্ঞার আদেশ প্রদান করেন। পরবর্তীতে ভূমিহীন কৃষকগণ পক্ষভূক্ত হয়ে মহামান্য আদালতে শুনানী করলে আদালত নিষেধাজ্ঞার বিষয়টি মূলতবি করেন। এরপরও আদালতের আদেশ অমান্য করে ভূমি দস্যুরা কৃষকদের মারধর, জমি দখল, ঘরবাড়ি ভাংচুর ও ফসল লুট করছে।
সংবাদ সম্মেলনের মাধ্যমে কৃষকরা ভূমি দস্যুদের কবল থেকে বাঁচানোর জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।