রবিবার, ১০ জুলাই ২০১৬
প্রথম পাতা » তথ্যপ্রযুক্তি | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে সড়ক দুঘটনায় আহত ত্রিশ
লালমোহনে সড়ক দুঘটনায় আহত ত্রিশ
লালমোহন বিডিনিউজ :ভোলা চরফ্যাশন সড়কে সীমান্ত পরিবহন নামে একটি বাস উল্টে গিয়ে পানিতে পরে ত্রিশ জন আহত হয়েছে।
রবিবার দপুর ১২.৩০ মিনিটের দিকে লালমোহন থানার আবুগঞ্জ রাস্তার মাথায় এই ঘটনা ঘটে । সীমান্ত পরিবহন চট্রগ্রাম থেকে চরফ্যাশন যাচ্ছিল । আবুগঞ্জ রাস্তার মাথা নামক স্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি মটর সাইকেল কে সাইড দিতে গিয়ে উল্টে পানিতে পরে যায় । স্থানীয়রা চেষ্টা চালিয়ে ডুবন্ত বাস থেকে যাত্রীদের উদ্বারের করে । খবর পেয়ে লালমোহনের নির্বাহী কর্মকর্তা সামছুল আরিফ ,সহকারী পুলিশ সুপার লালমোহন সার্কেল রফিকুল ইসলাম, লালমোহন থানা ভারপাপ্ত কর্মকর্তা হুমায়ন কবির ও ফায়ার সার্ভিসের লোকজন এসে আরো যাত্রীদের উদ্বার করে । আহত যাত্রীর সংখা ত্রিশ জন। যাত্রীরা জানান এই গাড়ীটি চট্রগ্রাম থেকে আসার পথে লক্ষীপুরে রাত দুই টায় একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়ে সামনের পুরো গ্রাস ভেঙ্গে গিয়ে পাঁচজন যাত্রী আহত হয় ।