শনিবার, ৯ জুলাই ২০১৬
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে সাত বছর সাজা পাপ্ত আসামী আটক
লালমোহনে সাত বছর সাজা পাপ্ত আসামী আটক
লালমোহন বিডিনিউজ : লালমোহনে মাদক মামলায় সাত বছর সাজা পাপ্ত আসামী আজগরকে আটক করেছে লালমোহন থানা পুলিশ । শনিবার দুপুর ১টায় লালমোহন থানার সাদাপোল এলাকা থেকে তাকে আটক করা হয় ।
যানাযায় গজারিয়া ৮নং ওয়র্ডের মোস্তফা চৌধুরীর ছেলে আজগরের নামে ৭ বছর জেল হয়ে লালমোহন থানায় ওয়ারেন্ট আসলে লালমোহন থানার এএস আই মাসুদ সাদাপোল এলাকায় অটোরিক্রা থেকে তাকে আটক করে লালমোহন থানায় নিয়ে আসে ।