এ বছর ফিতরা ৬৫ টাকা
লালমোহন বিডিনিউজ : এ বছর বাংলাদেশে ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন ৬৫ টাকা ও সর্বোচ্চ এক হাজার ৬৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
গত বছর সর্বনিম্ন ফিতরার হার ছিল ৬০ টাকা। সর্বোচ্চ ফিতরার হার গত বছরও একই ছিল।
বুধবার ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে ফিতরা নির্ধারণী সভায় এ হার নির্ধারণ করা হয়।
সভায় জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সদস্য ও বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।
গম বা আটা, খেজুর, কিসমিস, পনির বা যবের যে কোনো একটি পণ্যের এক কেজি ৬৫০ গ্রামের বাজার মূল্য ফিতরা হিসেবে গরিবদের মধ্যে বিতরণ করা যায়। এসব পণ্যের বাজার মূল্য হিসাব করে ফিতরা নির্ধারণ করা হয়েছে।
ইসলাম ধর্ম অনুযায়ী, ছোট-বড়, নারী-পুরুষ সকল মুসলিমের পক্ষ থেকে ফিতরা আদায় করা ওয়াজিব। একইভাবে ফিতরার খাদ্য ঈদের নামাযের আগেই বন্টন করাও ওয়াজিব। ঈদের নামাযের পর পর্যন্ত দেরি করা জায়েয নয়। বরঞ্চ ঈদের এক বা দুই দিন আগে আদায় করে দিলে কোন অসুবিধা নেই।