শুক্রবার, ৩ জুন ২০১৬
প্রথম পাতা » তজুমদ্দিন | শিরোনাম | সর্বশেষ » ভোলার তজুমদ্দিনে চাঁদা না দেয়ায় দোকানে হামলা ও লুটপাট । সাংবাদিক সহ আহত-৪
ভোলার তজুমদ্দিনে চাঁদা না দেয়ায় দোকানে হামলা ও লুটপাট । সাংবাদিক সহ আহত-৪
লালমোহন বিডিনিউজ ,ভোলা দঃ প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনের মুচি বাড়ির কোনা এলাকায় চাঁদার দাবীতে দোকানে লুটপাট ও হামলায় সাংবাদিক সহ অন্তত ৪ জন আহত হয়েছে বলে জানা গেছে ।
অভিযোগ সূত্রে জানা যায়, তজুমদ্দিন উপজেরার মুচিবাড়ি কোনা এলাকায় দুপুর আনুমানিক ২ টার সময় স্থানীয় বেপারিকান্দি এলাকার আব্দুল আলির ছেলে আঃ গফুর, জিয়াউর রহমান, তোফাজ্জল, নুর আহাম্মেদ তার ছেলে মোঃ নয়ন, মোঃ রিয়াজ ও মোঃ শরিফ সহ আবদুল জলিলের নেতৃত্বে একদল সন্ত্রাসী দোকানদার শাকিলের কাছে চাঁদার দাবিতে তার উপর হামলা করে এবং শাকিলের দোকান লুটে নেয় ।
দোকানদার শাকিল জানান, মুচি বাড়ির কোনা এলাকায় দীর্ঘদিন যাবৎ মেলা চলে আসছিল । আমি সেখানে আমাদের জায়গায় একটি ফাষ্ট ফুডের দোকান বসাই । তখন থেকেই উপেরাক্ত সন্ত্রাসীরা আমার কাছে মোটা অংকের চাঁদা দাবী করে ।
আমি চাঁদা না দেয়ায় তারা ফেরৎ চলে যায় । বুধবার মেলা সমাপ্ত হয়ে যায় । বৃহস্পতিবার সকাল থেকে আমি আমার দোকানের যাবতীয় হিসাব করতে করতে প্রায় দুপুর হয়ে যায় ।
এসময় সূযোগ বুঝে স্থানীয় এসকল সন্ত্রাসীরা আমার দোকানে হামলা করে এবং আমাকে টেনে দোকান থেকে বের করে আমার উপর অতর্কিত হামলা চালায় । তারা আমার সাথে থাকা দোকানের প্রায় এক লক্ষ দশ হাজার টাকা সহ আমার দোকানের যাবতীয় মালামার লুটে নেয় ।
অপরদিকে এ ঘটনার ছবি তুলতে গিয়ে আহত হয় দৈনিক ভোলা টাইমস ও ইউরোবিডি নিউজ অনলাইন পত্রিকার সাংবাদিক সাদির হোসেন রাহিম । সন্ত্রাসীরা তাকে মারধর করে তার কাছ থেকে ক্যামেরা কেড়ে নেয় বলে জানান রাহিম ।
এ সময় সন্ত্রাসীদের বাঁধা দিতে গিয়ে সন্ত্রাসীদের হাতে আহত হয় স্থানীয় যুবলীগ নেতা মোঃ তরিক ও তার ভাই মুচিবাড়ির কোনা বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ নেকুর সহ এলাকার সাধারন লোকজন ।
পরবর্তীতে তজুমদ্দিন থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে ।
আহতদের কে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় পরবর্তীতে গুরুত্বর আহত মোঃ তরিক ও মোঃ নেকুরকে উন্নত চিকিৎসার জন্য ভোলায় পাঠানো হয় ।
এ ব্যাপারে তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ এ কে এম শাহীন মন্ডল এর কাছে জানতে চাইলে তিনি বলেন, এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে । মামলা হলেই আমরা এ্যাকশনে যাবো ।