বৃহস্পতিবার, ২৬ মে ২০১৬
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে এস আলম ব্রাদার্স’র হালখাতা অনুষ্ঠীত
লালমোহনে এস আলম ব্রাদার্স’র হালখাতা অনুষ্ঠীত
লালমোহন বিডিনিউজ : বাংলা আমাদের তারুণ্যের মাতৃভূমী আর শুভ হালখাতায় আবহমান বাংলার প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাক অনাবিল সুখ আর আনন্দ এই স্লোগানকে বুকে ধারন করে বরিশালের ঐতিহ্যবাহী বহুল পরিচিত এ্যাংকর সিমেন্টর লালমোহন উপজেলার পরিবেশক এস আলম এন্ড ব্রার্দসের শুভ হালখাতা ১৪২৩ অনুষ্ঠীত হয়। গতকাল বৃহস্পতিবার (২৬ মে) সকাল ১০ টায় ডাকবাংলা রোডে এস আলম ব্রাদার্সের উপজেলা কার্যালয়ে হালখাতা অনুষ্ঠানটি অনুষ্ঠীত হয়। সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে রিটেইলার ও ক্রেতাগণের পদচারনায় মুখরিত হয়ে উঠে এস আলম ব্রাদার্সের কার্যালয়। দুপুর ১ টায় প্রিতিভোজ অনুষ্ঠীত হয়। এবং সন্ধ্যা ৭ টায় মিষ্ঠান ভোজের মধ্য দিয়ে শেষ হয়। হালখাতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বরিশালের রানা বিল্ডার্স লিঃ এর মালিক আব্দুল মজিদ সরদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন (ডিলার) শাহে আলম। অন্যন্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন , শাহাদাত এন্টারপ্রাইজের মালিক শাহাদ হোসেন জুয়েল।