বুধবার, ২৫ মে ২০১৬
প্রথম পাতা » বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে ত্রাণ মন্ত্রী- ঘূর্নিঝড় রোয়ানুতে ক্ষতিগ্রস্থদের কেউ পূর্নবাসন থেকে বাদ যাবেনা
বোরহানউদ্দিনে ত্রাণ মন্ত্রী- ঘূর্নিঝড় রোয়ানুতে ক্ষতিগ্রস্থদের কেউ পূর্নবাসন থেকে বাদ যাবেনা
লালমোহন বিডিনিউজ ,ভোলা প্রতিনিধি : দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হেসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন, ঘূর্নিঝড় রোয়ানুতে ক্ষতিগ্রস্থদের পূর্নবাসনের সব রকমের ব্যবস্থা নেয়া হচ্ছে, একটি লোকও এর আওতা থেকে বাদ যাবেনা। ইতিমধ্যেই দূর্ঘত এলাকায় চাল, নগদ টাকা ও টিন বরাদ্দ করা হয়েছে। মস্ত্রী বুধবার দুপুরে ঘূর্নিঝড়ে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন শেষে বোরহানউদ্দিন উপজেলা পরিষদ প্রাঙ্গনে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রান বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, খাদ্য গুদামে পর্যাপ্ত চাল মজুত আছে। ক্ষতিগ্রস্থদের পূনর্বাসনের আগ পর্যন্ত চাল বিতরণ অব্যাহত থাকবে। এছাড়া এ এলাকার সবচেয়ে বড় সমস্যা নদী ভাঙ্গন রোধে টেন্ডার হয়ে যাওয়া সিসি ব্লক বাঁধের কাজ সহসাই শুরু হচ্ছে বলে ত্রাণ মন্ত্রী উল্লেখ করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, ভোলা-২ (বোরহানউদ্দিন- দৌলতখান) আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. রিয়াজ আহমেদ।
এসময় জেলা প্রশাসক, বোরহানউদ্দিন উপজেলা চেয়ারম্যান মহব্বতজান চৌধুরী, পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আ.কুদদূস, জেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক মাইনুল ইসলাম বিপ্লবসহ উর্ধ্বতন সরকারী কর্মকর্তা ও সুধীসমাজ উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রী জেলার তজুমদ্দিন ও লালমোহন উপজেলায় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন ও দূর্ঘতদের মাঝে ত্রাণ বিতরণ করেন।