লালমোহনে বাস দুর্ঘটনা নিহত ১ আহত ১৫
লালমোহন বিডিনিউজ ,মিজানুর রহমান লিপুঃ ভোলার লালমোহনের বাস দুর্ঘটনায় ১ জন নিহত ও আহত ১৫ জনের মত আহত হয়েছে। মঙ্গলবার দুপুর অনমান ১.২০মিনিটে ডাওরী বাজার হাই স্কুলেরর সামনের ভোলা - চরফ্যাশন মহাসড়কে শাহাজালাল এন্টারপ্রাইজ বাস (০৪৫) দূর্ঘটনা কবলিত হয়। জানাযায়, বাসটি চরফ্যাশন থেকে অনুমান সকাল ১১.৫০ দিকে ছেড়ে ডাওরী বজারের কাছে আসলে সড়কের একটি গর্তে পড়ে স্টাটিং কোমা( হুইল) এর সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং ড্র্ইভারের নিযন্ত্রন বিহীন হয়ে গাড়িটি পাশের কুয়ার মধ্যে পড়ে। তাৎক্ষনিক স্থানীয় লোকজন সহ লালমোহন থানার পুলিশ গিয়ে গাড়ী থেকে যাত্রীদের উদ্বার করে। গাড়তে থাকা দক্ষিন আইচার করিম পাড়ার বছির পাটোয়ারীর বাড়ীর পিছনে বসবাস করা আনোয়ারের ছেলে আলাউদ্দিন(৪০) মারাযায়। জানাযায় ১ বছর পূর্বে আলাউদ্দিনের পরিবার নদী ভাঙ্গনের কারনে দৌলৎখানের হাজীপুর থেকে দক্ষিন আইচাতে এসে বসবাস করছে। আলাউদ্দিন ৪ মেয়ে ১ ছেলের জনক ছিলেন। এছাড়াও দূর্ঘটনায় মারা যাওয়া আলাউদ্দিনের মা বিবি ফাতেমা, চর নিউটনের চরফ্যাশন মাদ্রাজের নিউটন এলাকার হরজত আলী সিকদার, পূর্ব মাদ্রাজের ইসমাইল, লালমোহন পৌরসভার ১ নং ওয়ার্ডের মনজু সহ প্রায় ১৫ জনের মত আহত হয়। আহতদের মধ্যে মনজুকে বরিশাল শেরেবাংলা হাসপাতালে ও হরজত আলীকে ভোলা সদর হাসপাতালে রেফার করা হয়েছে।আহত অনেককে লালমোহন হাসপাতালে এবং বাকীদের চিকিৎসার জন্য ডাওরী হাসপাতাল, সহ ভোলা নিয়ে যাওয়ার সংবাদ পাওযা গেছে। এদিকে খবর পেয়ে লালমোহন ও তজুমদ্দিনের সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনের সহধর্মীনী মিসেস ফারজানা চৌধুরী রত্না , লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, লালমোহন থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির দূর্ঘটনাস্থল পরিদর্শন করেন। বর্তমানে ফায়ার সাভিসের্র লোকজন উদ্বার কাছ চালিয়ে যাচ্ছে।