সোমবার, ২৩ মে ২০১৬
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে জমিজমা সংক্রান্ত বিরোধের জের বৃদ্ধকে কুপিয়ে জখম
লালমোহনে জমিজমা সংক্রান্ত বিরোধের জের বৃদ্ধকে কুপিয়ে জখম
লালমোহন বিডিনিউজ ,লালমোহন প্রতিনিধি: লালমোহনে জমিজমা সংক্রান্ত বিরোধের জের হরিপদ চন্দ্র শিল (৬৫) নামের এক বৃদ্ধকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের অন্নদাপ্রসাদ গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে চরফ্যাশন সদর হাসপাতালে ভর্তি করা হলে সোমবার উন্নত চিকিৎসার জন্য ডাক্তার তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেপার করা হয়েছে।
জানা গেছে, উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের অন্নদাপ্রসাদ গ্রামের মৃত অনন্ত কুমারের ছেলে হরিপদ চন্দ্ররে সাথে একই বাড়ির বিপুল চন্দ্রর সাথে প্রায় ১০ বছর ধরে ৪৮ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসে। ওই বিরোধকে কেন্দ্র করে শনিবার দুপুরের দিকে হরিপদ চন্দ্র মাঠ থেকে গরু আনতে গেলে পরিকল্পিত ভাবে বিপুল চন্দ্রর নেতৃত্বে কয়েক জন মিলে তাকে দারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এসময় তার চিৎকারে আশ পাশের লোকজন চলে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। এব্যাপারে অভিযুক্ত বিপুল চন্দ্রর ব্যবহীত মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করে না পাওয়ার তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এঘটনায় লালমোহন থানায় মামলার প্রস্তুতি চলছে বলে আহতর পরিবার সূত্রে জানা গেছে।